পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন
| গঠিত | ১৯৯৯ |
|---|---|
| ধরন | সরকারি |
| সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
| ওয়েবসাইট | পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন |
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন বাংলাদেশ সরকারের একটি সংস্থা যা বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের দরিদ্র্যতা হ্রাস ও সঞ্চয় বৃদ্ধি দ্বারা পল্লী এলাকার জীবনমান উন্নয়নের জন্য দায়বদ্ধ।[১] মোঃ রেজাউল আহসান এই ফাউন্ডেশনের চেয়ারম্যান।[২]
লক্ষ্য ও উদ্দেশ্য
[সম্পাদনা]রূপকল্প (Vision):
দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের আর্থ-সামাজিক উন্নয়নকল্পে মানবসংগঠন সৃষ্টি, অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন, বহুমাত্রিক প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি, পুঁজিগঠন ও নবসম্পদ সৃজন, সামাজিক বৈষম্যের অবসান ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিতকরণ।
অভিলক্ষ্য (Mission):
- দরিদ্র ও অসুবিধাগ্রস্থ জনগোষ্ঠী কে নিয়ে নতুন মানব সংগঠন সৃজন এবং সামাজিক বিনির্মাণ (Social Reconstruction);
- নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে সংগঠনের সদস্যদের মানস-কাঠামোর পরিবর্তন;
- বিভিন্ন আয়-উৎসারী, বৃত্তিমূলক ও প্রায়োগিক প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের সক্ষমতার উন্নয়ন;
- প্রতিষ্ঠানের সকল কার্যক্রমেনারীর প্রতি অনুকূল দৃষ্টিভঙ্গি পোষণ ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ইতিবাচক কার্যক্রম (Affirmative Action) গ্রহণ;
- সংগঠিত দরিদ্র ও অসুবিধাগ্রস্থ জনগোষ্ঠী কেউ জীবিকা আহরণে ঋণ সহায়তা প্রদান;
- উদ্যোক্তা উদ্দীপনের লক্ষ্যে ‘ক্ষুদ্র উদ্যোক্তা’ ও ‘নারী উদ্যোক্তা’ ঋণ কার্যক্রম পরিচালনা;
- ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প প্রসারণে ‘কোভিড প্রণোদনা ঋণ’ কর্মসূচি পরিচালনা;
- পল্লী বিপণী সৃজনের মাধ্যমে গ্রামীণ পণ্যের বিপণন কেন্দ্র স্থাপন ও বিপণন সংযোগ বিস্তৃতকরণ;
- কৃষিতে নতুন পদ্ধতি ও প্রযুক্তি প্রবর্তন, নতুন কৃষি পণ্যের প্রসার, উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি হ্রাসের লক্ষ্যে অভিঘাত-সহনশীল প্রয়াস গ্রহণের জন্য ‘কৃষিজীবিকায়ন ঋণ’ কর্মসূচি পরিচালনা;
- অভিঘাত-সহনশীল নিরাপদ আবাসনের জন্য সহজ শর্তে আবাসন ঋণ পরিকল্প প্রবর্তন;
- বিভিন্ন সঞ্চয় পরিকল্পের মাধ্যমে সুফলভোগীদের সাপ্তাহিক ও মাস ভিত্তিক সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা (Thrift Development), পুঁজিগঠন, বিনিয়োগ, সঞ্চয়ের পরিবৃদ্ধি এবং নিজস্ব সম্পদ সৃজন;
- বিভিন্ন সরকারি/বেসরকারি জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বহুমাত্রিক পল্লী উন্নয়ন প্রয়াস গ্রহণ ও বাস্তবায়ন;
- পল্লীর বিপন্ন মানুষের জীবন মান উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন বিষয়ক উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং সুস্থায়ী উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিতকরণ; এবং
- নতুন প্রজন্মের ক্ষুদ্রঋণ ও সঞ্চয় প্রয়াসের অনুষঙ্গ হিসেবে গ্রামীণ দরিদ্রের জন্য কর্মসৃজন, শিক্ষার সুযোগ প্রসারণ, স্বাস্থ্য সুবিধা ব্যাপকতর করা, নবায়ন যোগ্য জ্বালানীর মাধ্যমে পল্লীজনপদ আলোকিতকরণ এবং আনুষঙ্গিক অন্যান্য ক্ষেত্রে প্রতিষ্ঠানের কর্মপরিসর বিস্তৃতকরণ।
ইতিহাস
[সম্পাদনা]পটভূমি
[সম্পাদনা]| পটভূমিঃ
পিডিবিএফ সৃষ্টির গোড়ায় ছিল আরডি-২ আরপিপি, আরডি-১২ প্রকল্প এবং পল্লী বিত্তহীন কর্মসূচী। ১৯৮৪ সাল থেকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কানাডিয়ান সিডার আর্থিক ও কারিগরী সহায়তায় এ প্রকল্পগুলো বাস্তবায়ন করে আসছিল। সরকারী সেক্টরে এগুলিই সর্বপ্রথম বিত্তহীন কল্যাণ প্রোগ্রাম যা পরবর্তীতে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) নামে একটি স্বশাসিত স্থায়ী প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। |
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন ১৯৯৯ সালে বাংলাদেশের সংসদ কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এটি একটি বিধিবদ্ধ, অলাভজনক, সরকারি সংস্থা এবং স্বাধীন ব্যবস্থাপনার সাথে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি কানাডিয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি র কাছ থেকে আর্থিক সহায়তা পেয়েছে। এটি বাংলাদেশের গ্রামাঞ্চলে ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ ও প্রশিক্ষণ প্রদান করে।[৩] ২০১৪ সালে ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমানকে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন ফাউন্ডেশনের সৌর প্রকল্পে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছিলো।[৪] ফাউন্ডেশনটির ক্ষুদ্র ঋণ বিতরণের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ রয়েছে॥[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "12 YEARS OF PDBF PM to open programme"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২০।
- ↑ "চেয়ারপারসন"। pdbf.portal.gov.bd। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২০।
- ↑ "পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)"। pdbf.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২০।
- ↑ "ACC grills PDBF MD"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। ১১ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২০।
- ↑ "Plundering in the name of poverty alleviation"। দৈনিক প্রথম আলো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২০।