পদ্মশমশের জঙ্গবাহাদুর রাণা
অবয়ব
ফিল্ড মার্শাল শ্রী ৩ মহারাজ পদ্মশমশের জঙ্গবাহাদুর রাণা রাণা | |
---|---|
১৬তম নেপালের প্রধানমন্ত্রী | |
কাজের মেয়াদ ২৯ নভেম্বর ১৯৪৫ – ৩০ এপ্রিল ১৯৪৮ | |
সার্বভৌম শাসক | ত্রিভুবন বীর বিক্রম শাহ |
পূর্বসূরী | যুদ্ধ শমশের জঙ্গবাহাদুর রাণা |
উত্তরসূরী | মোহন শমশের জঙ্গবাহাদুর রাণা |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ৫ ডিসেম্বর ১৮৮২ |
মৃত্যু | ১১ এপ্রিল ১৯৬১ | (৭৯ বয়স)
পিতামাতা | ভীম শমশের জঙ্গবাহাদুর রাণা (বাবা) জেঠি মহারানি (মা) |
পেশা | নেপালের প্রধানমন্ত্রী |
ফিল্ড মার্শাল, শ্রী ৩ মহারাজ পদ্মশমের জঙ্গবাহাদুর রাণা (নেপালি: पद्मशम्शेर जङ्गबहादुर राणा) (৫ ডিসেম্বর ১৮৮২ – কলকাতা, ভারত, ১১ এপ্রিল ১৯৬১) নেপালের রাণাকালীন প্রধানমন্ত্রী এবং ২৯ নভেম্বর ১৯৪৫ থেকে ৩০ এপ্রিল ১৯৪৮ পর্যন্ত রাণা বংশের প্রধান হিসাবে লমজুঙ ও কাস্কীর মহারাজা ছিলেন।[১] তিনি নেপালের প্রথম প্রধানমন্ত্রীদের মধ্যে একজন ছিলেন যিনি সামাজিক উন্নয়নের পক্ষে ছিলেন এবং এমনকি নিজেকে "জাতির সেবক" হিসাবে ঘোষণা করেছিলেন৷
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Rana Prime Ministers"। ২৯ মে ২০০১। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৩।
এই নিবন্ধটির অতিরিক্ত অথবা আরো বৈশিষ্ট্যসূচক বিষয়শ্রেণী প্রয়োজন। (আগস্ট ২০২৪) |