পটকা
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
![]() | বিশ্বকোষীয় পর্যায়ে যেতে এই নিবন্ধে আরো বেশি অন্য নিবন্ধের সাথে সংযোগ করা প্রয়োজন। |
পটকা বা মাছের পটকা হচ্ছে মাছের দেহের অভ্যন্তরে এক ধরনের বেলুন জাতীয় একটি অঙ্গ যা বাতাসে পরিপূর্ণ থাকে। মাছের এই অঙ্গটি খুবই গুরুত্ব যা শ্বসন এবং ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
কাজ[সম্পাদনা]
মাছের এই অঙ্গটি বিভিন্ন কাজে কাজ করে-
- মাছের শ্বাসপ্রশ্বাসে সাহায্য করে।
- শব্দ উৎপন্নে সাহায্য করে।
- শব্দ গ্রহণে সাহায্য করে।
- মাছের ভারসাম্য বজায় রাখতে সাহায্য কর।
ব্যবহার[সম্পাদনা]
মাছের এই অঙ্গটির বহুবিদ ব্যবহার আছে। মাছের এই অঙ্গটি মদ পরিষ্কার করতে, অইসিন গ্লাস তৈরিতে ব্যবহৃত হয়। বিভিন্ন দেশে এটিকে স্যুপ হিসেবে খাওয়া হয়।
অর্থনৈতিক গুরুত্ব[সম্পাদনা]
মাছের এই অঙ্গটির অর্থনৈতিক গুরুত্ব অনেক। মাছের প্রজাতি, আকার এবং মানের উপর ভিত্তি করে এক কেজি শুকনো পটকার দাম ১০ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।[১]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "মাছের পটকা ও পাখনায় ভর করে আসছে টাকা"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২০-১১-১৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]