নো ল্যান্ডস ম্যান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নো ল্যান্ডস ম্যান
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকমোস্তফা সরয়ার ফারুকী
প্রযোজক
চিত্রনাট্যকারমোস্তফা সরয়ার ফারুকী
শ্রেষ্ঠাংশে
সুরকারএ. আর. রহমান
মুক্তি
  • ৯ অক্টোবর ২০২১ (2021-10-09)
দেশ
  • মার্কিন যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশ
  • ভারত
ভাষাইংরেজি

নো ল্যান্ডস ম্যান (অর্থ ভূমিহীন পুরুষ) হল ২০২১ সালের একটি মার্কিন-বাংলাদেশী-ভারতীয় নাট্যধর্মী চলচ্চিত্র। এটি রচনা ও পরিচালনা করেন মোস্তফা সরয়ার ফারুকী। চলচ্চিত্রটির গল্প একজন দক্ষিণ এশীয় পুরুষের ভ্রমণের উপর ভিত্তি করে তৈরি, যুক্তরাষ্ট্রে অস্ট্রেলীয় এক তরুণীর সঙ্গে সাক্ষাতের পর তার জীবনটা অদ্ভুতভাবে বদলে যায়। চলচ্চিত্রের কাহিনী ফ্যাসিবাদ এবং পরিচয় সংকট নিয়ে তৈরি। এতে অভিনয় করেছেন নওয়াজুদ্দীন সিদ্দিকী, ঈশা চোপড়া, তাহসান রহমান খান প্রমুখ। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় চলচ্চিত্রটি প্রযোজনা করেন মোস্তফা সরওয়ার ফারুকী, মেরিনা ফার্নান্দেজ ফেরি, এ আর রহমান, শ্রীহরি সাঠে, নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং নুসরাত ইমরোজ তিশা। এ আর রহমানও এই চলচ্চিত্রে সঙ্গীত শিল্পী হিসেবে যোগ দেন।[১]

২০২১ সালের ৬-১৫ অক্টোবর অনুষ্ঠিত ২৬তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'এশীয় চলচ্চিত্রের একটি জানান' বিভাগে এর প্রিমিয়ার হয়।

অভিনয়ে[সম্পাদনা]

  • নওয়াজুদ্দীন সিদ্দিকী
  • মেগান মিচেল
  • তাহসান রহমান খান
  • ঈশা চোপড়া
  • ফারুক চরিত্রে বিক্রম কোছর
  • সিবিপি অফিসার ক্যালোওয়ে চরিত্রে আন্দ্রিয়াস প্লিয়াত্সকাস
  • অপহরণকারী চরিত্রে ক্রিশ্চিয়ান অ্যান্ড্রু
  • মারিয়া চরিত্রে হোলি ফ্রেজার
  • সিবিপি অফিসার চরিত্রে জে ব্রায়ান
  • সিবিপি অফিসার চরিত্রে ফিলিপ ও'গোরম্যান
  • এনওয়াইপিডি পুলিশ অফিসার চরিত্রে ওয়েন্ডি হেগি
  • বর্ডার প্যাট্রোল বন্দী চরিত্রে মাইকেল এস ওয়ালস
  • ড্যারেন চরিত্রে মিগুয়েল মাঞ্জানো
  • অফিসার লিয়াম চরিত্রে ডেভিড ম্যাকফাইল
  • অতিরিক্ত হিসাবে ইলিয়া জরিন

প্রাক-নির্মাণ[সম্পাদনা]

২০১৪ সালে, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশীয় প্রকল্প মার্কেটের অংশ হিসেবে, মোশন পিকচার অ্যাসোসিয়েশন এবং এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে চলচ্চিত্রটিকে স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট ফান্ড প্রদান করা হয়।[২] এটি ভারতের চলচ্চিত্র বাজারের সেরা প্রকল্প হিসাবেও নির্বাচিত হয়েছিল।[৩] চলচ্চিত্রটি মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ভারতের বিভিন্ন স্থানে চিত্রায়িত হয়।

মুক্তি[সম্পাদনা]

২০২১ সালের ৬-১৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত ২৬তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'এশীয় চলচ্চিত্রের একটি জানালা' বিভাগে নো ল্যান্ডস ম্যানের প্রিমিয়ার হয়। এই চলচ্চিত্রটি বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কিম জিসেক পুরস্কারের জন্যও মনোনীত হয়।[৪]

মনোনয়ন[সম্পাদনা]

বছর পুরস্কার বিষয়শ্রেণী প্রাপক/মনোনীত ফলাফল সূত্র
২০২১ ২৬তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কিম জিসেক পুরস্কার নো ল্যান্ডস ম্যান মনোনীত [৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. প্রতিবেদক, গ্লিটজ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "বুসান চলচ্চিত্র উৎসবে ফারুকীর 'নো ল্যান্ডস ম্যান'"bangla.bdnews24.com। ৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২২ 
  2. "শেষ হলো ফারুকীর নো ল্যান্ডস ম্যান-এর শুটিং"সমকাল। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২২ 
  3. "শেষ হলো ফারুকী-নওয়াজের 'নো ল্যান্ডস ম্যান'"একুশে টেলিভিশন। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২২ 
  4. ডেস্ক, বিনোদন। "বুসান চলচ্চিত্র উৎসবে ফারুকীর 'নো ল্যান্ডস ম্যান'"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]