নোনাডাঙা তথ্যপ্রযুক্তি পার্ক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নোনাডাঙা তথ্যপ্রযুক্তি পার্ক হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব কলকাতার একটি তথ্যপ্রযুক্তি বা আইটি পার্ক। এই আইটি পার্কের শিলান্যাস করেন প্রাক্তন মুখ্যমুন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ২০১০ সালে। এটি পশ্চিমবঙ্গের চতুর্থ তথ্যপ্রযুক্তি পার্ক।

পরিকাঠাম[সম্পাদনা]

এই তথ্যপ্রযুক্তি পার্কটি ১০ একর জমির উপর গড়ে উঠছে। এতে এখনো বিদ্যুৎ সংযোগ, সড়ক ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থার পরিষেবা গড়ে তোলা সম্ভব হয়নি। ফলে এই তথ্যপ্রযুক্তি পার্কটি নির্মীয়মাণ পর্যায় রয়ে গেছে।

তথ্যপ্রযুক্তি সংস্থা[সম্পাদনা]

  • রোল্ট ইন্ডিয়া (৫ একর)
  • এইচসিএল (৩.৫ একর)
  • এইসএসবিসি (১.৫ একর)

বিনিয়োগ[সম্পাদনা]

রোল্ট ইন্ডিয়া, এইচসিএল ও এইচএসবিসি নোনাডাঙা তথ্যপ্রযুক্তি পার্কে জমি নিয়েছে ব্যবসা চালুর জন্য। কিন্তু পরিকাঠামোোর অভাবে এখানে প্রায় ৫০০ কোটি টাকার বিনিয়োগ ও ১২ হাজার কর্ম সংস্থান আটকে আছে।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ছ'বছর পরেও সেই তিমিরেই নোনাডাঙা তথ্যপ্রযুক্তি পার্ক"আনন্দবাজার প্রত্রিকা। সংগ্রহের তারিখ ০৭-০৮-২০১৬  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)