নেবেনকার্ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নেবেনকার্ন (ইংরেজি: Nebenkarn) হল কোশে মাইটোকন্ড্রিয়ার সজ্জারীতির এক বিশেষ রূপ। এটি মূলত পতঙ্গদের শুক্রাণুতে দেখা যায় (যেমন ড্রসোফিলা মাছি)। মিয়োসিস শেষে স্পার্মাটোজেনেসিস চলাকালীন স্পার্মিওজেনেসিস ধাপে স্পার্মাটিড কোশের মাইটোকন্ড্রিয়া নিজ অক্ষের চারপাশে আবর্তিত হয়ে একটি দ্বিতন্ত্রী সিঁড়ির ন্যায় প্যাঁচানো আকৃতি ধারণ করে।[১][২]

ফ্ল্যাজেলা গঠনের সময় নেবেনকার্নের প্যাঁচ খুলে যায় ও মাইক্রোটিবিউল বান্ডিল বরাবর নেমে আসে ও অ্যাক্সোনিম তৈরী করে।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Fuzzy Onions and the Nebenkern"। Sinauer Associates, Inc। ফেব্রুয়ারি ৭, ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৯, ২০১২ 
  2. "nebenkern"The Mirriam-Webster Unabridged Dictionary। Mirriam Webster, Inc.। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৯, ২০১২ 
  3. Michael Ashburner (মে ২৭, ২০১৩)। "Nebenkern (Gene Ontology term)"