নেইকেজাকুও কেনগুরেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নেইকেজাকুও কেনগুরেস

ডাকনামনিম্বু সাহিব
নেইবু
জন্ম(১৯৭৪-০৭-১৫)১৫ জুলাই ১৯৭৪
নেরহেমা, কোহিমা জেলা, নাগাল্যান্ড, ভারত
মৃত্যু২৮ জুন ১৯৯৯(1999-06-28) (বয়স ২৪)
ব্ল্যাক রক, কার্গিল, জম্মু ও কাশ্মীর, ভারত
আনুগত্য ভারত
সেবা/শাখা ভারতীয় সেনা
কার্যকাল১৯৯৮–১৯৯৯
পদমর্যাদা ক্যাপ্টেন
ইউনিটআর্মি সার্ভিস কর্পস
২ রাজপুতানা রাইফেলস
যুদ্ধ/সংগ্রামকার্গিল যুদ্ধ
অপারেশন বিজয়
পুরস্কার মহাবীর চক্র

ক্যাপ্টেন নেইকেজাকুও কেনগুরেস, এমভিসি (১৫ জুলাই ১৯৭৪ - ২৮ জুন ১৯৯৯) ছিলেন ভারতীয় সেনার ২ রাজপুতানা রাইফেলসের একজন ভারতীয় সেনা কর্মকর্তা। তিনি ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় যুদ্ধে অনুকরণীয় বীরত্বের জন্য মরণোত্তরভাবে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বীরত্বের পুরস্কার প্রাপ্ত মহাবীর চক্র দ্বারা ভূষিত হয়েছিলেন।

প্রাথমিক জীবন[সম্পাদনা]

কেনগ্রুসের জন্ম ভারতের নাগাল্যান্ডের কোহিমা জেলার নেরহেমা গ্রামে। তার পিতা ছিলেন নিসিয়েলি কেনগুরাস। তাঁর দুই ভাই ছিলেন এনজিউ কেনগুরাস এবং অ্যাটুলি কেনগুরাস। তিনি জালুকির সেন্ট জেভিয়ার্স বিদ্যালয় থেকে অধ্যায়ন করেন এবং কোহিমা বিজ্ঞান কলেজ থেকে স্নাতক হন ।

১৯৯৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি কোহিমার সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ছিলেন।

সামরিক জীবন[সম্পাদনা]

কেনগুরাসকে ১৯৯৮ সালের ১২ ই ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর আর্মি সার্ভিস কর্পসে কমিশন দেওয়া হয় এবং ২ য় রাজপুতানা রাইফেলস ব্যাটালিয়নে পোস্ট করা হয়। [১][২]

তাঁর পরিবার এবং বন্ধুরা তাঁকে নীবু নামে ডাকত। ব্যাটালিয়নের কিছু সৈনিক তাঁকে নিম্বু সাহেব (লেবু স্যার) বলতেন।[৩] তাঁর স্মরণে ফেজা গ্রামে একটি স্মৃতিসৌধ নির্মিত হয়েছিল। [৪] বেঙ্গালুরুতে আর্মি সার্ভিস কর্পস তাঁর সম্মানের একটি প্রবেশদ্বার নির্মাণ করেছে। [৫]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The Eastern Mirror"। The Eastern Mirror। ২০ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৫ 
  2. "Capt Neikezhakuo Kenguruse, MVC"। Honoourpoint। 
  3. "Newsgram"। Newsgram। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৫ 
  4. "Kargil Martyr honored"। Nagaland Post। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৫ 
  5. Mohit Rao (৬ নভেম্বর ২০১৫)। "Army Services Corps honours its sole Mahavir Chakra awardee"The Hindu। Bangalore।