বিষয়বস্তুতে চলুন

নৃসিংহ নখস্তূতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নৃসিংহ নখস্তূতি
তথ্য
ধর্মহিন্দুধর্ম
রচয়িতামধ্বাচার্য
ভাষাসংস্কৃত
যুগ১৩ শতাব্দী
শ্লোক

নৃসিংহ নখস্তূতি বা নখস্তূতি হল মধ্বাচার্য রচিত বিখ্যাত ও ছোট স্তূতিগুলির মধ্যে একটি, যা ভগবান নৃসিংহের নখের প্রশংসায় স্রাগধারা ছন্দে রচিত।[] এই স্তূতিতে মাধবাচার্য ভগবান নরসিংহের শক্তি এবং তাঁর নখের প্রশংসা করেছেন।[]

ভারতবিদ বি. এন. কে শর্মা বলেন, "ঐতিহ্য অনুসারে, মাধব এই দুটি শ্লোক রচনা করেন এবং সেগুলিকে তাঁর শিষ্য ত্রিবিক্রম পণ্ডিতাচার্য দ্বারা রচিত বায়ুস্তূতির উপসর্গ হিসেবে দিয়েছিলেন। এগুলি এখন বায়ুস্তূতির অংশ হিসাবে, শুরুতে ও শেষে পাঠ করা হয়"।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Sharma 2000, পৃ. 187।
  2. Ivan 2021, পৃ. 14।