নু দেম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নু দেম ("নতুন সময়") হল একটি পাক্ষিক কুর্দি ভাষার সংবাদপত্র যার সদর দফতর সিরিয়ার কামিশলিতে অবস্থিত। সংবাদপত্রটি সিরিয়ার প্রথম কুর্দি ভাষার সংবাদপত্র, মে ২০১৩ সালে শুরু হয়েছিল। তখন এর প্রচলন ছিল তিন হাজার। অক্টোবর ২০১৩ পর্যন্ত কাদির এজিদ প্রধান সম্পাদক এবং মাসুদ হামিদ ছিলেন ম্যানেজার। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Zurutuza, Carlos. "Syria's first Kurdish-language newspaper." (Archive) Al Jazeera. 18 October 2013. Retrieved 22 October 2013.