নিষিদ্ধ বৃক্ষ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(নিষিদ্ধ বৃক্ষ ফল থেকে পুনর্নির্দেশিত)

নিষিদ্ধ বৃক্ষ হলো জান্নাতে বিদ্যমান একটি বৃক্ষ, যার ফল ভক্ষণ করতে আল্লাহ আদমহাওয়াকে নিষেধ করেছিলেন। আদমহাওয়া আল্লাহর আদেশ অমান্য করে এ নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়েছিলেন। ফলে তারা জান্নাত থেকে বিতারিত হন। এ বৃক্ষের অপর নাম ‘শাজারাতুল হায়াত شجرة الحياة (الكتاب المقدس) বা জীবন বৃক্ষ’ ও ‘শাজারাতুল খুলদ (شجرة الخلد) বা চিরস্থায়ী বৃক্ষ’।

নিষিদ্ধ বৃক্ষ
ইতালীয় শিল্পীর চিত্রে আদম, হাওয়া ও নিষিদ্ধ বৃক্ষ

বিভিন্ন ধর্মে[সম্পাদনা]

ইসলাম[সম্পাদনা]

নিষিদ্ধ বৃক্ষের ফল এ ফল কি ছিল বা কোন বৃক্ষ ছিল, তা নিয়ে বিস্তর মতভেদ পাওয়া যায়। কুরআনে শুধু বলা হয়েছে, এ বৃক্ষের নিকবর্তী হইও না, হলে অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে।[১] তাফসীরকারকগণ বলেন,

  • আঙ্গুর ফল, এটা ইবন আব্বাস (রা.) এর মত।
  • গম, হাসান বসরী (র.) এর মত।
  • এমন একটি শস্যফল যা সমুদ্রের ফেনার চেয়ে কোমল ও মধুর চেয়ে মিষ্টি, আবুল আলীয়া (র.) এর মত।
  • খেজুর, সুফিয়ান সাওরী (র.) এর মত।
  • ডুমুর ফল, মুজাহিদ (র.) এর মত।
  • এটা এমন বৃক্ষ যা ভক্ষণে বাযু বের হত। [২]
  • ত্বীন ফল
  • কাফুর ফল[৩]

ইহুদি[সম্পাদনা]

ইহুদি ধর্মগ্রন্থ তাওরাতের সফরে তাকবিন বা সৃষ্টি অধ্যায়ের ২ ও ৩:৩ শ্লোকে এ বৃক্ষের নাম “ভালো-মন্দের বৃক্ষ” হিসাবে নামকরণ করা হয়েছে।[৪] প্রথমে হাওয়া এ বৃক্ষের ফল ভক্ষণ করে, তারপর আদম ভক্ষণ করে।[৫][৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. সুরা বাকারাহ আয়াত :৩৫।
  2. কাসাসুল আম্বিয়া, ইবন কাছির, দারুল কুতুবিল হাদিস, ১৯৬৪, পৃ. ২০-২১।
  3. তাফসির যা’আদুল মুইয়াসসার, জামালুদ্দীন, মাকতাবাতে শামেলা, খ. ১, পৃ. ৪৭।
  4. Rashi to Genesis 2:25
  5. Bereishit Rabbah 19:7
  6. Ramban to Genesis 3:8