বিষয়বস্তুতে চলুন

নিশিকান্ত কামাত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিশিকান্ত কামাত
২০১৭ খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত ড্যাডি ছবিতে নিশিকান্ত কামাত
জন্ম(১৯৭০-০৬-১৭)১৭ জুন ১৯৭০
মৃত্যু১৭ আগস্ট ২০২০(2020-08-17) (বয়স ৫০)[]
পেশা
কর্মজীবন২০০৪–২০২০

নিশিকান্ত কামাত নিশিকান্ত কামাত (১৭ জুন ১৯৭০ - ১৭ আগস্ট ২০২০) ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা। 'দৃশ্যম’, ‘মাদারি’-সহ একগুচ্ছ হিট ছবির পরিচালক তিনি। [] মারাঠি ভাষায় তার প্রথম ছবি, মনস্তাত্ত্বিক নাটকের ভিত্তিতে ২০০৫ খ্রিস্টাব্দে নির্মিত ডোম্বিভালি ফাস্ট সিনেমায় তার অভিনয় খ্যাতি এনে দেয়, জাতীয় পুরস্কার লাভ করেন। কারণ ওই বছরের সবচেয়ে বড় মারাঠি চলচ্চিত্র ছিল। তিনি ছবিটি তামিল ভাষায় আর. মাধবনের সাথে 'ইভানো ওরুভান'নামে পুনঃনির্মাণ করেন। [] তিনি মারাঠি চলচ্চিত্র সাচ্চা আত ঘরাতেও অভিনয় করেছিলেন। []

২০০৬ খ্রিস্টাব্দের মুম্বাই হামলার উপর ভিত্তি করে নির্মিত "মুম্বাই মেরি জান" চলচ্চিত্রে তার বলিউডে আত্মপ্রকাশ ঘটে। হিন্দিতে চিত্রায়িত ছবিটি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছিল। [] তিনি জন আব্রাহাম অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র ফোর্স পরিচালনা করেন এবং বিদ্যুৎ জামওয়ালের চলচ্চিত্রে অভিষেক হয়। এটি ছিল তামিল সিনেমা কাখা কাখা র রিমেক। জন আব্রাহাম অভিনীত ‘রকি হ্যান্ডসাম’ ছবিরও পরিচালক ছিলেন তিনি। ওই ছবিতে এক নেগেটিভ চরিত্রে অভিনয়ও করেছিলেন নিশিকান্ত।[]

১৯৭০ খ্রিস্টাব্দের ১৭ জুন মহারাষ্ট্রের দাদারে এক মারাঠি পরিবারে জন্ম হয় নিশিকান্ত কামাতের। তিনি মুম্বাইয়ের উইলসন কলেজ এবং রামনারায়ণ রুইয়া কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন। সেখানে অপেশাদার থিয়েটার অভিনয় করে সুনাম অর্জন করেন। তাঁর পরিচালিত প্রথম হিন্দি ছবি ‘হাওয়া আনে দে’ মুক্তি লাভ করে ২০০৪ খ্রিস্টাব্দে। বহু মরাঠি এবং হিন্দি ছবি পরিচালনা করেছেন তিনি। মারাঠি, তামিল এবং বলিউড— তিন রকম ছবির আঙিনাতেই কামাত যে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করতেন। [] তবে তাঁর কেরিয়ার গ্রাফে সবচেয়ে উল্লেখযোগ্য ছবি হল ‘দৃশ্যম’, যা মুক্তি পেয়েছিল ২০১৬ খ্রিস্টাব্দে।অজয় দেবগণ, তব্বু অভিনীত এই মনস্তাত্বিক ছবি বক্স অফিসে অভূতপূর্ব সাফল্য লাভ করেছিল।[]

বেশ কিছুদিন তিনি 'সিরোসিস অফ লিভার' রোগে আক্রান্ত ছিলেন এবং সেই কারণে তাকে ২০২০ খ্রিস্টাব্দের ৩১ জুলাই হায়দ্রাবাদের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্ত পরে কোভিড-১৯ এর উপসর্গে আইসিইউতে রাখা হয়। কিন্তু শেষে ১৭ আগস্ট ৫০ বছর বয়সে প্রয়াত হন। [][১০]

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র ভাষা পরিচালক লেখক অভিনেতা Notes
২০০৪ হাওয়া আনে দে হিন্দি হ্যাঁ As Chabia
সাচ্চা আত ঘরাত মারাঠি হ্যাঁ হ্যাঁ
২০০৫ ডোম্বিভালি ফাস্ট মারাঠি হ্যাঁ Inspired by Falling Down
২০০৬ এভানো ওরুভান তামিল হ্যাঁ Remake of Dombivali Fast
২০০৮ মুম্বই মেরী জান হিন্দি হ্যাঁ
২০১১ 404 Error Not Found হিন্দি হ্যাঁ
ফোর্স হিন্দি হ্যাঁ Remake of Kaakha Kaakha (2003)
২০১৪ লয় ভারী মারাঠি হ্যাঁ
২০১৫ দৃশ্যম হিন্দি হ্যাঁ Remake of Drishyam
২০১৬ রকি হ্যান্ডসাম হিন্দি হ্যাঁ হ্যাঁ Remake of The Man from Nowhere (2010)
মাদারী হিন্দি হ্যাঁ
২০১৭ Fugay মারাঠি হ্যাঁ
ড্যাডি হিন্দি হ্যাঁ As Inspector Vijaykar Nitin
জুলি টু হিন্দি হ্যাঁ As Film Director Mohit
২০১৮ ভবেশ জোশী হিন্দি হ্যাঁ As Rana

টেলিভিশন

[সম্পাদনা]
  • দ্য ফাইনাল কল - সৃজনশীল প্রযোজক (২০১৯)
  • রংবাজ ফিরসে - সৃজনশীল প্রযোজক

পুরস্কার এবং মনোনয়ন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Film director Nishikant Kamat passes away"Times of India। ১৪ জুন ২০২০। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২০ 
  2. "প্রয়াত 'দৃশ্যম', 'রকি হ্যান্ডসাম' ছবির পরিচালক নিশিকান্ত কামাট"। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-১৭ 
  3. "Friday Review of Evano Oruvan"The Hindu। Chennai, India। ৭ ডিসেম্বর ২০০৭। ৯ ডিসেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. "IMDB Title for Saatchya aat gharat"IMDb। ৩১ মে ২০০৪। 
  5. "Madhavan's Mumbai bomb connection" 
  6. "Look who's the villain in John setu's 'Rocky Handsome'"। DNA। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৬ 
  7. "আঞ্চলিক সিনেমায় বেশি স্বচ্ছন্দ কামাত"। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-১৭ 
  8. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; abp2 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  9. "Know Bollywood Celebs Who Lost Battle to COVID-19"। ২৩ এপ্রিল ২০২১। 
  10. "Film director Nishikant Kamat passes away"Times of India (ইংরেজি ভাষায়)। ১৮ আগস্ট ২০২০। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২০ 
  11. "National Film Award 2006"। ২৬ আগস্ট ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০০৯