বিষয়বস্তুতে চলুন

নির্বাণ (২০২৪-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নির্বাণ
প্রচারণা পোস্টার
পরিচালকআসিফ ইসলাম
প্রযোজকআনোয়ার হোসেন
চিত্রনাট্যকারআনোয়ার হোসেন
শ্রেষ্ঠাংশেপ্রিয়ম অর্চি
ফাতেমা তুজ জোহরা
মুক্তি
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

নির্বাণ ২০২৪ সালের একটি বাংলাদেশী নাট্য চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন আসিফ ইসলাম ও চিত্রনাট্যে লিখেছেন আনোয়ার হোসেন।[] প্রধান চরিত্রে অভিনয় করছেন প্রিয়ম অর্চিফাতেমা তুজ জোহরা। ২০২৪ সালের রাশিয়ার মস্কো চলচ্চিত্র উৎসবের ৪৬তম আয়োজনে প্রদর্শিত হয় এবং বিশেষ জুরি অ্যাওয়ার্ড জিতে।[]

পটভূমি

[সম্পাদনা]

নির্বাণ আমাদের ভেতরে লুকিয়ে থাকা এমন একটি গল্পের কথা বলে, যেখানে আলোর কাছে পৌঁছাতে সংগ্রাম করতে হয়। অন্তর্নিহিত এই শান্তির খোঁজে প্রতিনিয়ত এক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়।[]

অভিনয়শিল্পী

[সম্পাদনা]

নির্মাণ

[সম্পাদনা]

২০২২ সালে সিনেমার শুটিং শুরু হয়। তখন করোনায় অনেকেই আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। আতঙ্কিত সেই সময়ে তরুণ নির্মাতা আসিফ ইসলামের ছোট টিম নিয়ে সিনেমার কাজ শুরু করেন। গল্পের ওপর গুরুত্ব দিয়ে নিরীক্ষাধর্মী সিনেমার কাজ শুরু করেন। এটা পরিচালকের প্রথম সিনেমা। দীর্ঘ সময় নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন। শুরুতে সিনেমার চিত্রনাট্য ছিল ছোট। শুধু একটি আইডিয়া ছিল তাঁদের। তাঁর সঙ্গে ছিলেন সিনেমার লেখক। দুজন একসঙ্গে শুটিংয়েও ছিলেন। দিনের পর দিন তাঁরা সংলাপহীন এই সিনেমা দাঁড় করিয়েছেন।

মুক্তি

[সম্পাদনা]

চলচ্চিত্রটি ২০২৪ সালের ১৯ এপ্রিল রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।[]

পুরুষ্কার

[সম্পাদনা]

চলচ্চিত্রটি রাশিয়ার মস্কো চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "মস্কো উৎসবে বাংলাদেশের 'নির্বাণ'"আজকের পত্রিকা। ৪ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২৪ 
  2. "মস্কো উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের 'নির্বাণ'"বিডি নিউজ টোয়েন্টি ফোর ডটকম। ২৭ এপ্রিল ২০২৪। ২৮ এপ্রিল ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২৪ 
  3. "মস্কোয় বাংলাদেশের হ্যাটট্রিক"দৈনিক প্রথম আলো। ৩ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২৪ 
  4. "মস্কো জয় করলো বাংলাদেশি সিনেমা 'নির্বাণ"সমায়ের আলো। ২৭ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]