নিকোলাস ফোন্সেকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিকোলাস ফোন্সেকা
ব্যক্তিগত তথ্য
জন্ম (1998-10-19) ১৯ অক্টোবর ১৯৯৮ (বয়স ২৫)
জন্ম স্থান ন্যাপলস, ইতালি
উচ্চতা ১.৮১ মিটার (৫ ফুট ১১+ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
রিভার প্লেত
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৯:০৮, ১২ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

নিকোলাস ফোন্সেকা (স্পেনীয়: Nicolás Fonseca; জন্ম: ১৯ অক্টোবর ১৯৯৮) হলেন একজন ইতালীয়–উরুগুয়েয়ীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে আর্জেন্টিনীয় ক্লাব রিভার প্লেতের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১] তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

নিকোলাস ফোন্সেকা ১৯৯৮ সালের ১৯শে অক্টোবর তারিখে ইতালির ন্যাপলসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তিনি উরুগুয়ের প্রাক্তন ফুটবল খেলোয়াড় দানিয়েল ফোন্সেকার ছেলে।[২] তার ভাই মাতিয়াস ফোন্সেকাও একজন ফুটবল খেলোয়াড়।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Este artículo lo puede ver en este link: Nicolás, el hijo de Daniel Fonseca que firmó en River Plate y espera su oportunidad"। elobservador.com.uy। 
  2. "Nicolas Fonseca chiama l'Italia: "Sogno di indossare la maglia della Nazionale""। goal.com। 
  3. "Fonseca, quando il calcio è un affare di famiglia"। gianlucadimarzio.com। 

বহিঃসংযোগ[সম্পাদনা]