নাল (এসকিউএল)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গ্রিক অক্ষর omega (ω) NULL উপস্থাপনে ডাটাবেজ থিওরিতে ব্যবহার হয়।

নাল NULL একটা বিশেষ নির্দেশক, এসকিউএল বা স্ট্রাকচার্ড কুয়েরি ভাষায় ডাটাবেজে তথ্য নেই দেখাতে ব্যবহার হয় । রিলেশনাল ডাটাবেজ মডেলের উদ্ভাবক এডগার কড প্রথম ব্যবহার করেন । সব রিলেশনাল ডাটাবেজে "তথ্য না থাকার অথবা ব্যবহার অযোগ্য তথ্য " কে উপস্থাপনের ব্যবস্থা থাকা উচিত । কড ডাটাবেজ পাঠ্যসুচিতে গ্রিক চিহ্ন ওমেগা (ω) দিয়ে নাল কে উপস্থাপন করেন । বিশেষ মার্কার NULL কে নির্দেশ করতে এটি একটি সংরক্ষিত কীওয়ার্ড।

কোন প্রশ্নের "উত্তর না দেওয়া" অার প্রশ্নের উত্তরে "না" বলা একই বিষয় নয় । যেমন: "শাওনের কয়টি বই অাছে?" এর উত্তর হতে পারে "শুন্যটি" (কোনো বই নেই ) অথবা NULL ( অামরা জানি না শাওনের কয়টি বই অাছে ) । কোন ডাটাবেজ টেবলের কলামে এই উত্তরটা দেওয়া হবে NULL দিয়ে অার যতক্ষন জানা যাচ্ছেনা শাওনের কয়টি বই অাছে ততক্ষন সেই মান শুন্য দিয়ে হালনাগাদ হবে না ।

এস কিউ এল নাল কোনো মান নয়, একটি অবস্থা (অজানা)। বিভিন্ন প্রোগ্রামিং ল্যাংগুয়েজে এর ব্যবহার বিভিন্ন , যেখানে নাল মানে কোন একটা চলক এ ভ্যালু রাখা হয়নি ।

আরোও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

আরোও পড়ুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]