নারেস হ্রদ

স্থানাঙ্ক: ৬০°০৯′৪৮″ উত্তর ১৩৪°৩৯′৪৫″ পশ্চিম / ৬০.১৬৩৩৩° উত্তর ১৩৪.৬৬২৫০° পশ্চিম / 60.16333; -134.66250
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নারেস হ্রদ
২০১৪ সালের অক্টোবরে নারেস হ্রদ
অবস্থানইউকন
স্থানাঙ্ক৬০°০৯′৪৮″ উত্তর ১৩৪°৩৯′৪৫″ পশ্চিম / ৬০.১৬৩৩৩° উত্তর ১৩৪.৬৬২৫০° পশ্চিম / 60.16333; -134.66250
অববাহিকার দেশসমূহকানাডা
সর্বাধিক দৈর্ঘ্য৫ কিলোমিটার (৩.১ মা)
সর্বাধিক প্রস্থ১.৫ কিলোমিটার (০.৯৩ মা)

নারেস হ্রদ দক্ষিণ ইউকনেবেনেট হ্রদ এবং টাগিশ হ্রদের মধ্যবর্তী একটি হ্রদ, যা নারেস পর্বতের নীচে অবস্থিত। এটি হ্রদ মূলত আসলে টাগিশ হ্রদের একটি বাহু। কারক্রস শহরের হতে উত্তর দিকে চলে যাওয়া ক্লোনডাইক মহাসড়ক বরাবর বেনেট এবং টাগিশ হ্রদের মধ্যবর্তী নারেস ন্যারোতে অবস্থিত। হ্রদের নামকরণ করা হয়েছে অ্যাডমিরাল জর্জ নারেসের নামে।[১]

বাস্তুসংস্থান[সম্পাদনা]

সরু নারেস খাল দিয়ে এটি মূল টাগিশ ও বেনেট হ্রদকে সংযুক্ত করেছে। হ্রদ থেকে প্রাথমিক প্রবাহ এবং বহিঃপ্রবাহ নারেস নদীর মাধ্যমে ঘটে। নারেস হ্রদের আয়তন ১০৭.১৫ বর্গ কিলোমিটার। এর কর্দমাক্ত এবং তীরে বালির সঞ্চয় আছে।[২] পরিযায়ী পাখি মিউগাল বসন্তে ভ্রমণের সময় নারেস হ্রদে বিরতি দেয়। পক্ষীগণনার সময় ১৯৯৭ সালে এখানে ১০০০ এবং ১৯৯৯ সালের মে মাসে ১২০০ মিউগাল পাখিকে অবস্থান করতে দেখা যায়, যা উত্তর আমেরিকায় পাখিটির মোট জনসংখ্যার ২%।[২]

সংরক্ষণ[সম্পাদনা]

নারেস হ্রদ সংরক্ষিত কোন অঞ্চলের অন্তর্ভূক্ত নয়, তবে এটি কানাডিয়ান আর্কটিক রিসোর্স কমিটিতে ইউকনের পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলির তালিকাভূক্ত।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Nares Lake"Geographical Names Data Base. Natural Resources Canada। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-২৮ 
  2. "Nares Lake (YK019)"www.ibacanada.com। সংগ্রহের তারিখ ২০২৩-০২-০৭