নানফাদিমা ম্যাগাসোবা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নানফাদিমা ম্যাগাসোবা একজন গিনিয় নারী অধিকারকর্মী এবং রাজনীতিবিদ। তিনি ন্যাশনাল কোয়ালিশন অব গিনিয়া ফর দ্য রাইটস অ্যান্ড সিটিজেনশিপ অব উম্যান (CONAG-DCF) এর প্রধান ছিলেন,[১] এবং ২০১৯ সাল থেকে তিনি গিনিয়ার জাতীয় অ্যাসেম্বলিরর সদস্য ছিলেন।

জীবন[সম্পাদনা]

ম্যাগাসোবা কউন্দারা প্রিফ্যাকচারে জন্মগ্রহণ করেন।[২] তিনি তিন যুগ ধরে ট্রেড ইউনিয়ন এবং সম্প্রদায়ের দলের সাথে যুক্ত ছিলেন। তিনি কোনাগ-ডিসিএফ এর প্রধান তথা সভাপতি হওয়ার পর তার খ্যাতি ছড়িয়ে পড়ে। তার নেতৃত্বে কোনাগ নারী অধিকার রক্ষার সংগঠন হিসেবে জাতীয় মর্যাদা লাভ করে এবং তিনি জাতিসংঘের উপদেষ্টা পর্ষদে যুক্ত হন। [৩]

২০১৩-এর নির্বাচনে তিনি জাতীয় বিধানসভার সদস্য নিযুক্ত হন। র‍্যালি অব দ্য গিনিয়ান পিপল (আরপিজি) এর সদস্য হিসেবে তিনি নির্বাচিত হন। তিনি জাতীয় সংহতি এবং গিনিয়ায় নারী ও শিশুর উন্নতি বিভাগের মন্ত্রী নিযুক্ত হন।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Juliane Kippenberg (২০০৭)। Bottom of the Ladder: Exploitation and Abuse of Girl Domestic Workers in Guinea। Human Rights Watch। পৃষ্ঠা 35। GGKEY:S7AZA39WY3Q। 
  2. Diallo Maimouna and Madjou Bah, Koundara : Nanfadima Magassouba appelle les communautés à l’unité[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], plus224.com, February 27, 2015.
  3. Objectif 8 - Nanfadima Magassouba, May 13, 2008
  4. B. Turner (২০১৭)। The Statesman's Yearbook 2011: The Politics, Cultures and Economies of the World। Springer। পৃষ্ঠা 564। আইএসবিএন 978-1-349-58635-6