নাটালি টেইলর (সঙ্গীতশিল্পী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাটালি টেইলর
জন্ম (1986-08-07) ৭ আগস্ট ১৯৮৬ (বয়স ৩৭)
অ্যালাবামা, মার্কিন যুক্তরাষ্ট্র
ধরনপপ
পেশা
বাদ্যযন্ত্র
  • কণ্ঠ
কার্যকাল২০১০–বর্তমান
লেবেলরবটস অ্যান্ড হিউম্যানস
ওয়েবসাইটwww.natalietaylormusic.com

নাটালি টেইলর (ইংরেজি: Natalie Taylor; জন্ম: ৭ আগস্ট ১৯৮৬) হলেন একজন মার্কিন গায়িকা এবং গীতিকার। তিনি তার ওয়াইল্ডফায়ার ইপির পাশাপাশি "সারেন্ডার", "ডিফারেন্ট এনিমেল" এবং "কাম টু দিস"-এর মতো একক গানের জন্য পরিচিত।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

নাটালি টেইলর ১৯৮৬ সালের ৭ই আগস্ট তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তিনি শৈশবকাল থেকেই কান্ট্রি সঙ্গীত এবং আরঅ্যান্ডবি সঙ্গীত শুনতেন, যা তার সঙ্গীতশৈলীতে পরিলক্ষিত হয়।

পেশাজীবন[সম্পাদনা]

২০১০ সালে, তিনি নাটালি টেইলর নামে তার প্রথম ইপি প্রকাশ করেছেন। অতঃপর ২০১৫ সালে, তিনি তার দ্বিতীয় ইপি প্রকাশ করেছেন, যার নাম হচ্ছে ওয়াইল্ড ফায়ার। একই বছর তিনি সারেন্ডার নামক একটি একক গান প্রকাশ করেছিলেন, যা তাকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সাহায্য করেছে। ২০২০ সালে, এই গানটি বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে ব্যবহার করার পাশাপাশি ভিডিও-শেয়ারিং সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ব্যাপকভাবে প্রচার হওয়ার পর স্লিপার হিটে পরিণত হয়।[১]

গানের তালিকা[সম্পাদনা]

বর্ধিত অ্যালবাম[সম্পাদনা]

শিরোনাম বিবরণ
নাটালি টেইলর মুক্তির তারিখ: ২৬ অক্টোবর ২০১০[২]
লেবেল: নাটালি টেইলর
ওয়াইল্ডফায়ার মুক্তির তারিখ: ২১ এপ্রিল ২০১৫[৩]
লেবেল: নাটালি টেইলর

একক গান[সম্পাদনা]

সাল শিরোনাম সর্বোচ্চ অবস্থান অ্যালবাম
ইউএস ডিজিটাল
[৪]
ইউকে
[৫]
২০১৫ "সারেন্ডার" ৩৩ ৫৮ অ্যালবামভিত্তিক একক গান নয়

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ফিউচার হিট: নাটালি টেইলরের "সারেন্ডার" ভাইরাল হচ্ছে"আইডলেটর। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২০ 
  2. "নাটালি টেইলর - নাটালি টেইলরের ইপি"অ্যাপল মিউজিক। ১৬ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০ 
  3. "ওয়াইল্ডফায়ার - নাটালি টেইলরের ইপি"অ্যাপল মিউজিক। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০ 
  4. "ডিজিটাল গানের বিক্রয় চার্ট | বিলবোর্ড"বিলবোর্ড। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২০ 
  5. "নাটালি টেইলর | পুরো তালিকার ইতিহাস"। অফিসিয়াল চার্টস কোম্পানি। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]