বিষয়বস্তুতে চলুন

নাকা বিহার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নাকা বিহার (সিংহলː නඛා වෙහෙර) হল একটি স্তূপ, যা ৭ম-১০ম শতাব্দীর শেষ দিকের অনুরাধাপুরা যুগের অন্তর্গত [] এবং এটি শ্রীলঙ্কার অনুরাধাপুরায় অবস্থিত। স্তূপটি ইট দিয়ে বর্গাকারে নির্মিত হয়েছে। স্থানটি একটি অস্বাভাবিক মডেল অনুযায়ী তৈরি করা হয়েছিল এবং শ্রীলঙ্কার পোলোনারুয়াতে সাতমহল প্রসাদয়ার সাততলা ভবনের অনুরূপ হবে। [] এই স্থানে খননকালে বেশ কিছু মাটির পাত্র পাওয়া গেছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Nakha Vehera of Ancient Anuradhapura"। Amazinglanka। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৬ 
  2. "Nakha Vehera"। Lankapradeepa। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২২