নটর ডেম বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নটর ডেম বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট
দায়িত্ব
জন আই. জেনকিন্স

১ জুলাই ২০০৫ (2005-07-01) থেকে
নটর ডেম বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র
বাসভবননটর ডেম, ইন্ডিয়ানা
নিয়োগকর্তাবোর্ড অব ট্রাস্টি
গঠন১৪ জানুয়ারি ১৮৪৪ (1844-01-14)
প্রথমএডওয়ার্ড সরিন
ওয়েবসাইটপ্রেসিডেন্টের কার্যালয়

নটর ডেম বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হল বিশ্ববিদ্যালয়টির সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড এ পদে নিয়োগ দিয়ে থাকে। তবে প্রেসিডেন্টকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ফেলো এবং ট্রাস্টি বোর্ডের সদস্য হতে হবে।[১]

নটর ডেম বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নটর ডেমে অবস্থিত একটি বেসরকারি অলাভজনক ক্যাথলিক গবেষণা বিশ্ববিদ্যালয়।[২][৩] এটি স্নাতক পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হিসাবে পরিগণিত হয়।[৪]

নটর ডেম বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেসিডেন্ট ছিলেন বিশ্ববিদ্যালয়টির অন্যতম প্রতিষ্ঠাতা— এডওয়ার্ড সরিন। বিশ্ববিদ্যালয়টি অনুমোদন পাওয়ার পর ১৮৪৪ সালে তিনি এ পদে দায়িত্ব গ্রহণ করেন।[৫] তখন থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানটিতে মোট ১৭ জন প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়টির বর্তমান প্রেসিডেন্ট জন আই. জেনকিন্স[৬] তিনি ২০০৫ সাল থেকে এ পদে অধিষ্ঠিত আছেন। সবচেয়ে দীর্ঘ সময় এ পদে কাজ করেছেন থিওডোর হেসবার্গ। তার ৩৫ বছরের দীর্ঘ মেয়াদে তিনি বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে নারী শিক্ষার্থী ভর্তি চালু, আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও ক্যাম্পাস সম্প্রসারণ করেছিলেন এবং তার আমলে বিশ্ববিদ্যালয়ের খ্যাতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল।[৭]

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড হলি ক্রস সন্ন্যাসীদের মধ্য থেকে একজনকে পাঁচ বছরের (নবায়নযোগ্য) জন্য প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করে।[৮] এই প্রেসিডেন্টদের অনেকেই ছিলেন নটর ডেমের প্রাক্তন শিক্ষার্থী।

প্রেসিডেন্টদের তালিকা[সম্পাদনা]

  1. এডওয়ার্ড সরিন, সি.এস.সি. (১৮৪২–১৮৬৫)
  2. প্যাট্রিক ডিলন, সি.এস.সি. (১৮৬৫–১৮৬৬)
  3. উইলিয়াম কর্বি, সি.এস.সি. (১৮৬৬–১৮৭২ ও ১৮৭৭–১৮৮১)
  4. অগস্টে লেমোনিয়ার, সি.এস.সি. (১৮৭২–১৮৭৪)
  5. প্যাট্রিক কলোভিন, সি.এস.সি. (১৮৭৪–১৮৭৭)
  6. থমাস ই. ওয়ালশ, সি.এস.সি. (১৮৮১–১৮৯৩)
  7. অ্যান্ড্রু মোরিসে, সি.এস.সি. (১৮৯৩–১৯০৫)
  8. জন ডব্লিউ. ক্যাভানাঘ, সি.এস.সি. (১৯০৫–১৯১৯)
  9. জেমস এ. বার্নস, সি.এস.সি. (১৯১৯–১৯২২)
  10. ম্যাথিউ জে. ওয়ালশ, সি.এস.সি. (১৯২২–১৯২৮)
  11. চার্লস এল. ও’ডনেল, সি.এস.সি. (১৯২৮–১৯৩৪)
  12. জন ফ্রান্সিস ও’হারা, সি.এস.সি. (১৯৩৪–১৯৪০) (পরবর্তীতে কার্ডিনাল ও ফিলাডেলফিয়ার আর্চবিশপ)
  13. হাঘ ও'ডনেল, সি.এস.সি. (১৯৪০–১৯৪৬)
  14. জন জে. ক্যাভানাগ, সি.এস.সি. (১৯৪৬–১৯৫২)
  15. থিওডোর এম. হেসবার্গ, সি.এস.সি. (১৯৫২–১৯৮৭)
  16. এডওয়ার্ড ম্যালয়, সি.এস.সি. (১৯৮৭–২০০৫)
  17. জন আই. জেনকিন্স, সি.এস.সি. (২০০৫–বর্তমান)

সময়রেখা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Archived copy"। ২০১৪-০২-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০২-১৫ 
  2. "University of Notre Dame"Carnegieclassifications.iu.edu। জানুয়ারি ৩, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১০, ২০১৫ 
  3. "Edward Sorin"Nndb.com 
  4. "College: University of Notre Dame"Forbes। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৩০, ২০১৭ 
  5. Report, Tribune Staff। "ND to celebrate Sorin's birthday"South Bend Tribune (ইংরেজি ভাষায়)। 
  6. "REACHING FOR GREATNESS"chicagotribune.com 
  7. Thayer, Kate। "Theodore Hesburgh a visionary president who transformed Notre Dame"Chicagotribune.com 
  8. Report, South Bend Tribune। "Notre Dame board elects Jenkins to third term"South Bend Tribune (ইংরেজি ভাষায়)। 

বহিঃসংযোগ[সম্পাদনা]