নজরুল সেতু

স্থানাঙ্ক: ২২°৩২′১৮″ উত্তর ৮৮°১৮′৫০″ পূর্ব / ২২.৫৩৮২০২° উত্তর ৮৮.৩১৩৭৯° পূর্ব / 22.538202; 88.31379
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নজরুল সেতু
বাস্কিউল ব্রিজ
স্থানাঙ্ক ২২°৩২′১৮″ উত্তর ৮৮°১৮′৫০″ পূর্ব / ২২.৫৩৮২০২° উত্তর ৮৮.৩১৩৭৯° পূর্ব / 22.538202; 88.31379
অতিক্রম করেখিদিরপুর ডক
স্থানখিদিরপুর ডক, কলকাতা
বৈশিষ্ট্য
মোট দৈর্ঘ্য৬০ মিটার (০.০৬০ কিমি)
ইতিহাস
নির্মাণ শেষ১৮৯২
চালু১৮৯২
অবস্থান
মানচিত্র

নজরুল সেতু (বাস্কিউল ব্রিজ নামেও পরিচিত) কলকাতার খিদিরপুর ডকের উপর নির্মিত একটি সড়ক সেতু। এই সেতুটি কলকাতার গার্ডেনরিচ এলাকাকে খিদিরপুরের সঙ্গে যুক্ত করেছে। এই সেতুটি কার্ল মার্কস সরণির অংশ। এই সেতুর পশ্চিমে খিদিরপুর ডকের উপরে সুইং সেতু অবস্থিত। কলকাতার হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে সেতুটি।[১]

ইতিহাস[সম্পাদনা]

১৮৮৪ সাল নাগাদ ব্রিটিশদের হাত ধরে খিদিরপুর এলাকায় জাহাজের পণ্য ওঠা-নামানোর জন্য ডক তৈরির কাজ শুরু হয়। তারও অনেক পরে ১৮৯২ সাল নাগাদ বাস্কিউল ব্রিজ বা নজরুল সেতু তৈরি হয়।[১]

বিশিষ্ট[সম্পাদনা]

বিশেষ ধরনের প্রযুক্তিতে তৈরি এই সেতুটি দু'টি পৃথক পাটাতন দিয়ে জোড়া থাকে। সেগুলিকে প্রয়োজনমাফিক ওঠানো এবং নামানো যায়। তাই এর আর এক নাম সুইং ব্রিজ। মূলত খিদিরপুর ডকে জাহাজ চলাচলের সুবিধার্থে এই ধরনের প্রযুক্তির আশ্রয় নেন বন্দর কর্তৃপক্ষ। রাজ্যের মধ্যে একমাত্র কলকাতাতেই এই ধরনের সেতু রয়েছে। সারা দেশে মাত্র তিনটি বাস্কিউল ব্রিজ আছে। তার মধ্যে একটি হল পামবন ব্রিজ। এটি তামিলনাড়ুর রামেশ্বরমে অবস্থিত। আর একটি রয়েছে কেরালার কোচিতে[১]

সমস্যা[সম্পাদনা]

যে সব যন্ত্রাংশ দিয়ে ব্রিজ নির্মিত হয়, তার মেয়াদ অনেক আগেই ফুরিয়েছে। অনেক যন্ত্রপাতিই এখনও আর পাওয়া যায় না। তার জন্য ঘন ঘন সেতুটি বিকল হয়ে পরছে। অনেক সময় সেতুর লিভার ঠিকমতো কাজ করছে না। ২০১৭ সালের অগাস্ট মাসে ৬ এবং ২০১৮ সালের জুন মাসে সেতুর দু'দিকের পাটাতন ঠিকমতো জোড়া না লাগায় গাড়ি চলাচল বন্ধ রাখতে হয়।[২] মেরামতের জন্য প্রায় ৪৮ ঘণ্টার উপর ব্রিজ বন্ধ রাখতে হয়। তার জেরে এলাকায় বিক্ষোভ পর্যন্ত হয়। এ সবের জন্য ব্রিজের উপর দিয়ে জাহাজ চলাচলে যেমন ঝক্কি বাড়ছে, তেমনি গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে।[১]

পুনর্গঠন[সম্পাদনা]

২০১৯ সালে নজরুল সেতুর আমূল সংস্কার করার প্রকল্প নেওয়া হয়। ২০২০ সালে বাস্কিউল ব্রিজ বা নজরুল সেতুর পুনর্গঠনের কাজ শুরু হবে।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বাস্কিউল ব্রিজের স্বাস্থ্য ফেরাতে উদ্যোগী বন্দর"। এই সময়। ২৩ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৯ 
  2. "নদীর উপর ব্রিজ উঠে গেল, বন্ধ না হওয়ায় আটকে গেল গাড়ি, চরম বিপত্তি"। ৬ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]