নজরুল ইসলাম খান (সচিব)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশের সাবেক শিক্ষা সচিব

মোঃ নজরুল ইসলাম খান
জন্ম১ ডিসেম্বর ১৯৫৬
মশিমনগর, যশোর
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষাডিপ্লোমা ইন ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ইন পাবলিক সেক্টর (ডিআইপিটিডি), ম্যানচেস্টার ইউনিভার্সিটি, যুক্তরাজ্য।
প্রতিষ্ঠানজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর
পিতা-মাতা
  • ইনসান আলী খান (পিতা)
  • মিসেস আয়েশা খান (মাতা)
ওয়েবসাইটnikhan.org

মোঃ নজরুল ইসলাম খান বাংলাদেশের একজন সাবেক শিক্ষা সচিব।[১] তিনি বর্তমানে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান এবং স্বাধীন পরিচালক। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস-১ ছিলেন।[২]

প্রাথমিক জীবন ও শিক্ষা[সম্পাদনা]

নজরুল ইসলামের জন্ম ১ ডিসেম্বর ১৯৫৬ সালে যশোরের মনিরামপুর উপজেলার মশ্বিমনগর গ্রামে। যশোর জেলা সদরে মুসলিম একাডেমিতে ভর্তি হওয়ার আগে তিনি স্থানীয় মাসউইমনগর প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সাইটোজেনেটিক্সে এমএসসি এবং বোটানিতে বিএসসি করেছেন।

কর্মজীবন[সম্পাদনা]

নজরুল ইসলাম ২০০৮ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন[৩]

২০১১ সালের সেপ্টেম্বরে, নজরুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ের সচিব নিযুক্ত হন।[৩] এর আগে, তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব ছিলেন।[৩] এছাড়াও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ প্রোগ্রামে একসেস টু ইনফরমেশনের জাতীয় প্রকল্প পরিচালক ছিলেন।[৩]

২০১৬ সালের মার্চ মাসে নজরুল ইসলাম বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর নিযুক্ত হন।[৪]

নজরুল ইসলাম জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের চেয়ারম্যান ছিলেন; তিনি ২০১৬ সালে তিনি এইপদে নিযুক্ত হয়েছিলেন।[৫][৬]

২০২০ সালের নভেম্বরে, নজরুল ইসলাম পল্লী সঞ্চয় ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারপারসন নিযুক্ত হন।[৭]

নজরুল ইসলামকে হাইকোর্ট বেঞ্চ কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান নিযুক্ত করেন।[৮] ২০২১ সালের জানুয়ারিতে, হাইকোর্ট বিভাগের আরেকটি বেঞ্চ প্রশান্ত কুমার হালদারের সাথে জড়িত থাকার অভিযোগে একটি পিটিশনের ভিত্তিতে তার বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করার আদেশ জারি করেছিল।[৮] বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আদেশটি স্থগিত করে কারণ তিনি কখনই পিপলস লিজিংয়ের সাথে যুক্ত ছিলেন না এবং হাইকোর্টের কোম্পানি বেঞ্চ কর্তৃক তিনি আন্তর্জাতিক লিজিংয়ের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হন।[৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Rashid, Harun or। "Mother of ex-secretary NI Khan passes away" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৮ 
  2. "বঙ্গবন্ধুর আরেকটি অপ্রকাশিত ডায়েরি আসছে"Newsbangla24। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৮ 
  3. "শিক্ষা সচিব হলেন নজরুল ইসলাম খান"লেখাপড়া বিডি (ইংরেজি ভাষায়)। ২০১৪-০৯-০১। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৮ 
  4. "NI Khan made curator of Bangabandhu Museum"www.observerbd.com। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৮ 
  5. "Chairman of the National Wages and Productivity Commission Nazrul Islam Khan handing over the report of the commission to Prime Minister Sheikh Hasina at the latter's office on Tuesday."The New Nation (ইংরেজি ভাষায়)। ২০২১-১২-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৮ 
  6. "Former secretary Nazrul Islam Khan appointed National Wages Commission chief"bdnews24.com। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৮ 
  7. "পল্লী সঞ্চয় ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম খান"banglanews24.com। ২০২০-১১-৩০। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৮ 
  8. "AD stays HC ban on NI Khan's foreign travel"New Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৮