নক্ষত্রম (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(নক্ষত্রম থেকে পুনর্নির্দেশিত)
নক্ষত্রম
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালককৃষ্ণ বংশী
প্রযোজক
  • কে. শ্রীনিবাসুলু
  • এস ভেনুগোপাল
  • সাজ্জু
রচয়িতাকৃষ্ণ বংশী
শ্রেষ্ঠাংশে
সুরকারভীমস সেসিরোলিও
চিত্রগ্রাহকশ্রীকান্ত নরোজ
সম্পাদকশিব ওয়াই প্রসাদ
প্রযোজনা
কোম্পানি
  • শ্রী চক্র মিডিয়া
  • বাট্টা বোমা ক্রিয়েশনস
  • উইন উইন উইন ক্রিয়েশনস
মুক্তি৪ আগস্ট ২০১৭
দেশভারত
ভাষাতেলুগু

নক্ষত্রম হল ২০১৭ সালের ভারতীয় তেলেগু-ভাষার অ্যাকশন ড্রামা চলচ্চিত্র যা লিখেছেন এবং পরিচালনা করেছেন কৃষ্ণ ভামসি, প্রযোজনা করেছেন কে শ্রীনিবাসুলু, এস ভেনগোপল এবং সজ্জু, এতে প্রধান চরিত্রে অভিনয় করেছে সন্দীপ কিষাণ, তানিশ, রেজিনা ক্যাসান্ড্রা, প্রজ্ঞা জয়সওয়াল, এবং প্রকাশ রাজ একটি মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সেইসাথে জে ডি চক্রবর্তী, শিবাজী রাজা এবং সাঁই ধর্ম তেজ অতিথি চরিত্রে অভিনয় করেছেন।[১] [২]২০১৬ সালের এপ্রিল মাসে চলচ্চিত্রটির প্রথম ​​ফটোগ্রাফি শুরু হয়েছিল[৩] এবং ২০১৭ সালের ৪ আগস্টে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল৷

পট্টভূমি[সম্পাদনা]

অভিনয়[সম্পাদনা]

  • রামা রাওয়ের ভূমিকায় সন্দীপ কিষাণ
  • রাহুলের ভূমিকায় তানিশ
  • যমুনার ভূমিকায় রেজিনা ক্যাসান্ড্রা
  • আইপিএস কিরণ রেড্ডির ভূমিকায় প্রজ্ঞা জয়সওয়াল
  • আইপিএস পরশুমাইয়া ভূমিকায় প্রকাশ রাজ
  • রামচন্দ্র নাইডুর ভূমিকায় জে ডি চক্রবর্তী
  • কনস্টেবল সীতারামের ভূমিকায় শিবাজি রাজা
  • রামদাসের ভূমিকায় রঘু বাবু
  • গোপালদাসের ভূমিকায় ব্রহ্মাজী
  • রামা রাওয়ের মায়ের ভূমিকায় তুলসি শিবমণি
  • ডান্স মাস্টারের ভূমিকায় বিভা হর্ষ
  • মুখতার ভূমিকায় মুখতার খান
  • অটো চালক, নাল্লা ভেনু ভূমিকায় দুভাসি মোহন
  • আইপিএস আলেকজান্ডার হিসাবে সাঁই ধর্ম তেজ (ক্যামিও উপস্থিতি)
  • ‘টাইম লেদু গুরু’ গানে আইটেম নম্বর হিসেবে শ্রিয়া সরন

সাউন্ডট্র্যাক[সম্পাদনা]

সংগীত রচনা করেছেন ভীমস সেসিরোলিও এবং প্রকাশিত করেছে আদিত্য মিউজিক কোম্পানি

নক্ষত্রম
ভীমস সেসিরোলিও
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখজুলাই ৫, ২০১৭
শব্দধারণের সময়২০১৭
ঘরানাসাউন্ডট্র্যাক
দৈর্ঘ্য১৯:০৯
সঙ্গীত প্রকাশনীআদিত্য মিউজিক
প্রযোজকভীমস সেসিরোলিও
ভীমস সেসিরোলিও কালক্রম
এঞ্জেল (২০১৭ সালের চলচ্চিত্র)
(২০১৭)
নক্ষত্রম
(২০১৭)
পিএসভি গরুড় ভেগা
(২০১৭)
ট্র্যাকের তালিকা
নং.শিরোনামগীতিকারগায়ক/গায়িকাদৈর্ঘ্য
১."লাইরে লাইরে"ক্যাসারলা শ্যামভীমস সেসিরোলিও, ক্যাসারলা শ্যাম, রঘুরাম৩:২৯
২."পেদাভিকি নুভান্তে"অনন্ত শ্রীরামনয়না নায়ার, অনুরাগ কুলকার্নি৩:১১
৩."হ্যালো পিল্লাগাদা"শ্রী মনিঐশ্বর্য দাসারি, সাইশরণ৩:০৯
৪."এ পাপা"অনন্ত শ্রীরামভীমস সেসিরোলিও৩:৩৯
৫."সুদিগলাল্লী"বালাজিহরি গৌরা২:২৭
৬."টাইম লেদু গুরু"ক্যাসারলা শ্যামমোহনা ভোগরাজু৩:১৪
মোট দৈর্ঘ্য:১৯:০৯

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Ram Charan Teja launches first look of Sundeep's Nakshatram"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১৬-১০-০৮। সংগ্রহের তারিখ ২০২২-০৪-০১ 
  2. "'నక్షత్రం' విలన్ గా తనీష్?"Sakshi (তেলুগু ভাষায়)। ২০১৬-০৮-১২। সংগ্রহের তারিখ ২০২২-০৪-০১ 
  3. kavirayani, suresh (২০১৬-০৪-২৮)। "Krishna Vamsi launches Nakshatram"Deccan Chronicle (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৪-০১