নওয়াজিশ মুহম্মদ খান
নওয়াজিশ মুহম্মদ খান | |
---|---|
'শাহমত জঙ্গ' | |
![]() নওয়াজিশ মুহম্মদ খান ও তাঁর পরিবারের কবরস্থান | |
জাহাঙ্গীর নগরের নায়েব নাজিম | |
রাজত্ব | ১৭৪০-১৭৫৪ |
পূর্বসূরি | আবদুল ফাত্তাহ খান |
উত্তরসূরি | জসরত খান |
মৃত্যু | ১৭৫৫ |
স্ত্রী | ঘসেটি বেগম |
সন্তান | ইকরামউদ্দৌলা (পালকপুত্র) |
রাজবংশ | আফসার |
পিতা | হাজি আহমেদ |
নওয়াজিশ মুহম্মদ খান ছিলেন মুঘল আমলের জাহাঙ্গীরনগরের পঞ্চম নায়েব নাজিম। তিনি মুহম্মদ রাজা নামেও পরিচিত ছিলেন।[১]
জীবনী
[সম্পাদনা]তিনি তার বাবা হাজি আহমেদ ও চাচা আলীবর্দি খানের সাথে মুঘল সাম্রাজ্যের বাংলা সুবাহয়(বাংলা প্রদেশ) আসেন।তিনি ওড়িশার নায়েব নাজিম সুজাউদ্দিন খানের অধীনে কাজ করা শুরু করেন।সুজাউদ্দিন খান নবাব হলে তিনি মুর্শিদাবাদ শুল্ক বিভাগ তত্ত্বাবধায়কের দায়িত্বে কাজ করেন।তিনি আলীবর্দি খানের বড় মেয়ে মেহেরুন্নেসাকে (ঘসেটি বেগম) বিয়ে করেন।আলীবর্দি খান নবাব হলে তিনি খাস-সম্পত্তির দেওয়ান ও ঢাকার নায়েব নাজিম হিসেবে নিযুক্ত হন। তিনি হোসেন কুলী খানকে তার প্রতিনিধি নিযুক্ত করেন।অসুস্থতার কারণে তার স্ত্রী ও হোসেন কুলী খানই তার শাসনকার্য চালাতো। তাকে শাহমত জঙ্গ উপাধি দেওয়া হয়। তিনি নিঃসন্তান ছিলেন। তাই সিরাজউদ্দৌলার ভাই ইকরামউদ্দৌলাকে পালকপুত্র হিসেবে দত্তক নেন। কিন্তু সেও বসন্ত রোগে মারা যায়। ১৭৫৫ সালে তিনি মারা যান।[২][৩]
১৭৫১ সালে, তিনি মুর্শিদাবাদের মতিঝিল এলাকায় "ফুরকানিয়্যাহ দারুল উলুম মাদরাসা" প্রতিষ্ঠা করেন, যার তত্ত্বাবধান তিনি নিজে করতেন। এই মাদরাসায় ইসলামি শিক্ষা, আরবি, ফার্সি এবং বাংলা শেখানো হতো। মাদরাসা ও তাঁর প্রাসাদের মাঝখানে তিনি একটি জামি মসজিদ নির্মাণ করেন।[৪]
পরিবার
[সম্পাদনা]নওয়াজিশ মুহাম্মদ খান তাঁর চাচা আলীবর্দি খান-এর জ্যেষ্ঠ কন্যা ঘসেটি বেগমকে বিয়ে করেন।[৫] তাঁদের দাম্পত্য জীবনে সন্তান হয়নি, তাই তাঁরা ইকরামুদ্দৌলাকে দত্তক নেন, যিনি নওয়াজিশের ভাই জৈনউদ্দিন আহমদ খান এবং ঘসেটির বোন আমিনা বেগম-এর ছেলে ছিলেন।[৬][৭] ইতিহাসবিদ সৈয়দ মুর্তজা আলীর মতে, নওয়াজিশ মুহাম্মদ খান জয়ন্তিয়া রাজ্যের রাজকুমারী ভৈরব কাওয়ারিকে বিয়ে করেছিলেন, যিনি বর গোসাঁই দ্বিতীয়র বোন ছিলেন এবং তাঁদের সন্তান ছিলেন ফতেহ খান।[৮]
আলীবর্দির নির্দেশে, নওয়াজিশ জিনাত-উন-নিসা (নফিসা বেগম)-কে মায়ের মর্যাদা দিয়ে দত্তক নেন, যাঁর ছেলে ছিলেন প্রয়াত নবাব সারফরাজ খান। তিনি ঘরোয়া ব্যাপারে পূর্ণ কর্তৃত্ব ভোগ করতেন, এমনকি ঘসেটি বেগম-এর চেয়েও বেশি। যদিও তিনি কখনো নওয়াজিশের সামনে পর্দা ছাড়া উপস্থিত হতেন না।[৯][১০]
মৃত্যু
[সম্পাদনা]অসুস্থতার কারণে, রাজ্য পরিচালনার দায়িত্ব ঘসেটি বেগম এবং তাঁর ডেপুটি হাতে নেন। তাঁদের দত্তক সন্তান ইকরামুদ্দৌলার গুটি বসন্তে মৃত্যু নওয়াজিশ এবং ঘসেটি—উভয়ের ওপর গভীর প্রভাব ফেলে। শোকাকুল নওয়াজিশ ১৭৫৫ সালে মারা যান।[১১][১২][১৩] তাঁকে মতিঝিল এলাকায় তাঁর তৈরি মসজিদের সামনে সমাহিত করা হয়, দত্তক পুত্র ইকরামুদ্দৌলা এবং সেনাপতি শমসের আলি খানর পাশেই।[৪]
জনপ্রিয় সংস্কৃতিতে
[সম্পাদনা]আমরীশ পুরী টেলিভিশন ধারাবাহিক ভারত এক খোঁজ-এ নওয়াজিশ মুহাম্মদ খানের ভূমিকায় অভিনয় করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Karim, Abdul (১২ অক্টোবর ১৯৬৪)। "Dacca: the Mughal capital"। Asiatic Society of Pakistan – Google Books-এর মাধ্যমে।
- ↑ কে.এম করিম (২০১২)। "খান, নওয়াজিশ মুহম্মদ"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ Khan, Muhammad Mojlum (২১ অক্টোবর ২০১৩)। "The Muslim Heritage of Bengal: The Lives, Thoughts and Achievements of Great Muslim Scholars, Writers and Reformers of Bangladesh and West Bengal"। Kube Publishing Ltd – Google Books-এর মাধ্যমে।
- ↑ ক খ Begum, Shabnam (১৯৯৪)। "Religious institutions of Bengal in the eighteenth century: Motijhil Madrasah Furqaniah"। Bengal's contribution to Islamic studies during the 18th century (গবেষণাপত্র)। Aligarh Muslim University। পৃষ্ঠা 40–41।
- ↑ Chaudhury, Sushil (২০০০)। The Prelude to Empire: Plassey Revolution of 1757। Delhi: Manohar Publishers & Distributors। পৃষ্ঠা 28। আইএসবিএন 978-81-7304-301-7।
- ↑ Banerjee, Brajendra Nath (১৯৪২)। Begams of Bengal: Mainly Based on State Records। Kolkata: S.K. Mitra & Brothers। পৃষ্ঠা 14।
- ↑ Sen, Ranjit (১৯৮৭)। Metamorphosis of the Bengal Polity (1700-1793)। Kolkata: Rabindra Bharati University। পৃষ্ঠা 87।
- ↑ Ali, Syed Murtaza (১৯৫৪)। The History of Jaintia। Dhaka: A.N.M. Sulaiman। পৃষ্ঠা 39।
- ↑ Saha, B. P. (১৯৯২)। Princesses, Begams, and Concubines। New Delhi: Vikas Publishing House। পৃষ্ঠা 78। আইএসবিএন 978-0-7069-6391-5।
- ↑ Banerjee (1942, p. 6)
- ↑ Karim, KM। "Khan, Nawazish Muhammad"। Banglapedia (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৮।
- ↑ Khan, Abdul Majed (২০০৭)। The Transition in Bengal, 1756-75: A Study of Saiyid Muhammad Reza Khan (ইংরেজি ভাষায়)। Cambridge University Press। পৃষ্ঠা 19। আইএসবিএন 9780521049825।
- ↑ Khan, Muhammad Mojlum (২০১৩)। The Muslim Heritage of Bengal: The Lives, Thoughts and Achievements of Great Muslim Scholars, Writers and Reformers of Bangladesh and West Bengal (ইংরেজি ভাষায়)। Kube Publishing Ltd। পৃষ্ঠা 147। আইএসবিএন 9781847740625।