নওয়াজিশ মুহম্মদ খান
নওয়াজিশ মুহম্মদ খান | |
---|---|
'শাহমত জঙ্গ' | |
![]() নওয়াজিশ মুহম্মদ খান ও তাঁর পরিবারের কবরস্থান | |
জাহাঙ্গীর নগরের নায়েব নাজিম | |
রাজত্ব | ১৭৪০-১৭৫৪ |
পূর্বসূরি | আবদুল ফাত্তাহ খান |
উত্তরসূরি | জসরত খান |
মৃত্যু | ১৭৫৫ |
স্ত্রী | ঘসেটি বেগম |
সন্তান | ইকরামউদ্দৌলা (পালকপুত্র) |
রাজবংশ | আফসার |
পিতা | হাজি আহমেদ |
নওয়াজিশ মুহম্মদ খান ছিলেন মুঘল আমলের জাহাঙ্গীরনগরের পঞ্চম নায়েব নাজিম। তিনি মুহম্মদ রাজা নামেও পরিচিত ছিলেন।[১]
জীবনী[সম্পাদনা]
তিনি তার বাবা হাজি আহমেদ ও চাচা আলীবর্দি খানের সাথে মুঘল সাম্রাজ্যের বাংলা সুবাহয়(বাংলা প্রদেশ) আসেন।তিনি ওড়িশার নায়েব নাজিম সুজাউদ্দিন খানের অধীনে কাজ করা শুরু করেন।সুজাউদ্দিন খান নবাব হলে তিনি মুর্শিদাবাদ শুল্ক বিভাগ তত্ত্বাবধায়কের দায়িত্বে কাজ করেন।তিনি আলীবর্দি খানের বড় মেয়ে মেহেরুন্নেসাকে (ঘসেটি বেগম) বিয়ে করেন।আলীবর্দি খান নবাব হলে তিনি খাস-সম্পত্তির দেওয়ান ও ঢাকার নায়েব নাজিম হিসেবে নিযুক্ত হন। তিনি হোসেন কুলী খানকে তার প্রতিনিধি নিযুক্ত করেন।অসুস্থতার কারণে তার স্ত্রী ও হোসেন কুলী খানই তার শাসনকার্য চালাতো। তাকে শাহমত জঙ্গ উপাধি দেওয়া হয়। তিনি নিঃসন্তান ছিলেন। তাই সিরাজউদ্দৌলার ভাই ইকরামউদ্দৌলাকে পালকপুত্র হিসেবে দত্তক নেন। কিন্তু সেও বসন্ত রোগে মারা যায়। ১৭৫৫ সালে তিনি মারা যান।[২][৩][৪]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Karim, Abdul (১২ অক্টোবর ১৯৬৪)। "Dacca: the Mughal capital"। Asiatic Society of Pakistan – Google Books-এর মাধ্যমে।
- ↑ "Khan, Nawazish Muhammad - Banglapedia"। en.banglapedia.org।
- ↑ Khan, Abdul Majed (৩ ডিসেম্বর ২০০৭)। "The Transition in Bengal, 1756-75: A Study of Saiyid Muhammad Reza Khan"। Cambridge University Press – Google Books-এর মাধ্যমে।
- ↑ Khan, Muhammad Mojlum (২১ অক্টোবর ২০১৩)। "The Muslim Heritage of Bengal: The Lives, Thoughts and Achievements of Great Muslim Scholars, Writers and Reformers of Bangladesh and West Bengal"। Kube Publishing Ltd – Google Books-এর মাধ্যমে।