দ্য মেইল (জিম্বাবুয়ে)
অবয়ব
দ্য মেইল হল জিম্বাবুয়ের একটি ব্যক্তিগত দৈনিক সংবাদপত্র। এটি দাবি করে যে, তারা জিম্বাবুয়ের একমাত্র ভারসাম্যপূর্ণ সংবাদপত্র। ২০০৩ সালে ডেইলি নিউজ বন্ধ হওয়ার পরে এটি জিম্বাবুয়ের প্রথম নিবন্ধিত দৈনিক পত্রিকা হয়ে যায়। পত্রিকাটির প্রকাশক/ব্যবস্থাপনা পরিচালক হেনসলে চাম্বোকো এবং এর সম্পাদক প্রবীণ সাংবাদিক বার্নাবাস থন্ডলানা। সংবাদপত্রটি একটি অনলাইন সংস্করণ (www.mailonline.co.zw) রয়েছে এবং এটি দ্য বিজনেস উইকলির মত, একটি ব্যক্তিগত অর্থনীতির সাপ্তাহিক শিরোনাম। [১] [২] পত্রিকাটির কার্যালয় জেটবি সেন্টার, হারারেরেতে অবস্থিত।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Zimbabwe's most popular daily newspaper"[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], The Mail, Harare, 27 September 2011. Retrieved on 2011-09-27.
- ↑ "The Mail newspaper hits the Harare streets"[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], The Zimbabwean, Harare, 31 March 2011. Retrieved on 2011-03-31.