দ্য গুড শেপার্ড (চলচ্চিত্র)
দ্য গুড শেপার্ড | |
---|---|
![]() | |
পরিচালক | রবার্ট ডি নিরো |
প্রযোজক | জেমস জি. রবিনসন রবার্ট ডি নিরো জেন রজেনথ্যাল ফ্রান্সিস ফোর্ড কপোলা |
রচয়িতা | এরিক রথ |
শ্রেষ্ঠাংশে | ম্যাট ডেমন অ্যাঞ্জেলিনা জোলি উইলিয়াম হার্ট অ্যালেক ব্যাল্ডউইন রবার্ট ডি নিরো বিলি ক্রডাপ মাইকেল গ্যামবন টিমোথি হাটন জো পেসি জন টার্টুরো |
সুরকার | ব্রুস ফ্লাওয়ার মার্সেলো জারভোস |
চিত্রগ্রাহক | রবার্ট রিচার্ডসন |
সম্পাদক | তারিক আনোয়ার |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | ইউনিভার্সাল পিকচার্স |
মুক্তি | ২২ ডিসেম্বর, ২০০৬ |
দৈর্ঘ্য | ১৬৭ মিনিট |
দেশ | ![]() |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | ৫৯৫ কোটি টাকা |
আয় | $৭০০ কোটি টাকা (বিশ্বব্যাপী) |
দ্য গুড শেপার্ড (ইংরেজি: The Good Shepherd) হচ্ছে ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি মার্কিন গোয়েন্দা চলচ্চিত্র। এটির পরিচালক রবার্ট ডি নিরো এবং শ্রেষ্ঠাংশে অভিনয়ে করেছেন ম্যাট ডেমন, অ্যাঞ্জেলিনা জোলি। যদিও সত্য ঘটনা এই ছবিটির ভিত্তি তবে সত্যটিকে ছাপিয়ে এখানে একটি কাল্পনিক ঘটনাই প্রকাশ পেয়েছে। এখানে বিবৃত হয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজিন্স এজেন্সিতে কাউন্টার ইন্টেলিজেন্সের জন্ম কথা। এ চলচ্চিত্রের মূল চরিত্র এডওয়ার্ড উইলসন (ম্যাট ডেমন) চরিত্রটি গড়ে উঠেছে জেমস জেসাস অ্যাঙ্গলিটন ও রিচার্ড এম. বিজেলের ওপর ভিত্তি করে। উইলিয়াম হার্টের চরিত্র, ফিলিপ অ্যালেন মূলত অ্যালেন ডালেসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এছাড়া জেনারেল বিল সালিভানের চরিত্রটিতে অভিনয় করেছে পরিচালক রবার্ট ডি নিরো নিজেই; যা গড়ে উঠেছে মূলত উলিয়াম জোসেফ ডানোভানকে ভিত্তি করে।
তথ্যসূত্র[সম্পাদনা]
গ্রন্থপঞ্জি[সম্পাদনা]
- Galbraith, James K. (২০০০)। "A Crime So Immense" (পিডিএফ)। Texas Observer, (C) 2000 Texas Democracy Foundation। সংগ্রহের তারিখ ২০০৯-১১-০২।
|আর্কাইভের-ইউআরএল=
ত্রুটিপূর্ণভাবে গঠিত: timestamp (সাহায্য)
বহিঃসংযোগ[সম্পাদনা]
- ইন্টারনেট মুভি ডেটাবেজে দ্য গুড শেপার্ড (ইংরেজি)
- অলমুভিতে দ্য গুড শেপার্ড (ইংরেজি)
- রটেন টম্যাটোসে দ্য গুড শেপার্ড (ইংরেজি)
- মেটাক্রিটিকে দ্য গুড শেপার্ড (ইংরেজি)
- বক্স অফিস মোজোতে দ্য গুড শেপার্ড (ইংরেজি)
- দাপ্তরিক ওয়েবসাইট