দ্য ক্রাউড (১৯২৮-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দ্য ক্রাউড
পরিচালককিং ভিডর
প্রযোজকআর্ভিং টালবের্গ
রচয়িতাকিং ভিডর
জন উইভার
শ্রেষ্ঠাংশেএলেয়ানর বোর্ডম্যান
জেমস মারি
বার্ট রোচ
এস্টেল ক্লার্ক
মুক্তি১৮ই ফেব্রুয়ারি, ১৯২৮
স্থিতিকাল১০৪ মিনিট
ভাষানির্বাক

দ্য ক্রাউড (ইংরেজি: The Crowd) একটি মার্কিন নির্বাক চলচ্চিত্র। কিং ভিডর এটি পরিচালনা করেন। ছবিটি ১৯২৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। [১]

প্রভাবশালী ছবিটি প্রচুর প্রশংসা পায় এবং Unique and Artistic Production ক্যাটেগরিতে অস্কার পুরস্কারের জন্য মনোনয়ন পায়।

কাহিনী[সম্পাদনা]

কাহিনীর নায়ক নিউ ইয়র্ক শহরের এক উচ্চাভিলাষী কিন্তু উচ্ছৃঙ্খল অফিস কর্মচারী জন সিম্‌স (অভিনয়ে জেমস মারি) যে ম্যারি নামের এক তরুণীকে (অভিনয়ে এলেয়ানর বোর্ডম্যান) বিয়ে করে। তারা সংসার শুরু করে ও বৈবাহিক জীবনের টানাপোড়েন, আর্থিক ক্ষতি, ও অন্যান্য ট্রাজেডি সামলাতে হিমশিম খায়। আর সবকিছুর পটভূমিতে থাকে বড় শহর নিউ ইয়র্কের নামহীন, দয়ামায়াহীন মানুষের দঙ্গল।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]