দ্বিতীয় মেনান্দ্রোস দিকাইওস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দ্বিতীয় মেনান্দ্রোস দিকাইওস
ইন্দো-গ্রিক রাজা
দ্বিতীয় মেনান্দ্রোস দিকাইওসের মুদ্রা
রাজত্ব? ৯০-৮৫ খ্রিস্টপূর্বাব্দ
পূর্বসূরিপেওকোলাওস সোতের দিকাইওস
উত্তরসূরিআর্খেবিওস দিকাইওস নিকেফোরোস

দ্বিতীয় মেনান্দ্রোস দিকাইওস (গ্রিক: Μένανδρος Β΄ ὁ Δίκαιος) একজন ইন্দো-গ্রিক রাজা ছিলেন, যিনি আনুমানিক ৯০ খ্রিস্টপূর্বাব্দ হতে ৮৫ খ্রিস্টপূর্বাব্দ পর্য্যন্ত[১] আরাখোশিয়া অঞ্চল শাসন করেন, যদিও সিনিয়র মনে করেছেন যে, তিনি ৬৫ খ্রিস্টপূর্বাব্দে রাজত্ব করেন।[২]

মুদ্রা[সম্পাদনা]

দ্বিতীয় মেনান্দ্রোস দিকাইওসের মুদ্রাগুলিতে গ্রিক লিপিতে বাসিলেওস দিকাইওউ মেনান্দ্রোউ (গ্রিক: ΒΑΣΙΛΕΩΣ ΔΙΚΑΙΟΥ ΜΕΝΑΝΔΡΟΥ) এবং খরোষ্ঠী লিপিতে মহারাজস ধার্মিকস মেনাদ্রস উৎকীর্ণ রয়েছে। তার রৌপ্য মুদ্রাগুলির এক পিঠে হেলমেট পরিহিত তার প্রতিকৃতি ও অপর পিঠে অশ্বারূঢ় রাজা বা নিকে বা জিউসের চিত্র সহ ধর্মচক্র উৎকীর্ণ রয়েছে। তার ব্রোঞ্জ মুদ্রাগুলির এক পিঠে সিংহের চিত্র ও অপর পিঠে বিতর্ক মুদ্রারত বর্শা ও ঢাল সহ এথেনার চিত্র রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Monnaies Gréco-Bactriennes et Indo-Grecques, Catalogue Raisonné", Osmund Bopearachchi, 1991, Bibliothèque Nationale de France, আইএসবিএন ২-৭১৭৭-১৮২৫-৭.
  2. Senior R.C., MacDonald, D.: The Decline of the Indo-Greeks, Monographs of the Hellenic Numismatic Society, Athens (1998)
দ্বিতীয় মেনান্দ্রোস দিকাইওস
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
পেওকোলাওস সোতের দিকাইওস
ইন্দো-গ্রিক শাসক
(আরাখোশিয়া)

? ৯০-৮৫ খ্রিস্টপূর্বাব্দ
উত্তরসূরী
আর্খেবিওস দিকাইওস নিকেফোরোস