দেরগাঁও উল্কাপিণ্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দেরগাঁও উল্কাপিণ্ড নামে নামাংকিত এই উল্কাপিণ্ডটি ২০০১ সালের ২ মার্চ তারিখে বেলা প্রায় ৪:৪০ টায় অসমএর গোলাঘাট জেলার দেরগাঁওয়ে (অক্ষাংশ : ২৬°৪১' উত্তর দ্রাঘিমাংশ : ৯৩°৫২' পূর্ব)[১] পড়েছিল।[২][৩] এই উল্কাপিণ্ডর বিশাল পরিমাণের টুকরো (যার ওজন প্রায় ১-১০ কে.জি পর্যন্ত) পশ্চিম দেরগাঁওয়ের থেকে ৪০ কি.মি দূরত্বে অবস্থিত মাজুলীর ১০ বর্গ কি.মি অঞ্চলে উপলব্ধ হয়েছিল।[২] এর অন্য কিছু অংশ কৈলাগাঁও নামের সমীপবর্ত্তী গ্রামে পাওয়া গিয়েছিল৷ সন্দেহ করা হয় যে, এর কিছু অংশ ব্রহ্মপুত্রের বুকে পড়েছিল ।

বিবরণ[সম্পাদনা]

প্রত্যক্ষদর্শীর মতে, উল্কাপিণ্ডটি দুটি বিকট বিস্ফোরণের একটি শব্দে ভূ-পতিত হয়েছিল । পরবর্ত্তিকালে শ্রী এইচ. পি. বরদঅবধি উল্কাপিণ্ডটি তিনটি টুকরো হিসাবে উদ্ধার করেন। টুকরোগুলির ওজন ছিল যথাক্রমে ১০.৩, ১.৪ ও ০.৮ কিলোগ্রাম (মোট ১২.৫ কিলোগ্রাম।) এর মূল অংশটি (১০.৩ কিলো ও ১৫০ গ্রাম নমুনা) গুয়াহাটি বিশ্ববিদ্যালয়-এর পদার্থ বিজ্ঞান বিভাগ, ১.৪ কিলো অংশ দেরগাঁও মহাবিদ্যালয় ও ০.৮ কিলো অংশটি জগন্নাথ বড়ুয়া মহাবিদ্যালয় সংগ্রহ করে ।[১]

এই উল্কাপিণ্ডটির সবচেয়ে বড় খণ্ডটির ওজন প্রায় ১০.২ কিলোগ্রাম ছিল । এই টুকরোটি দেরগাঁওয়ের পশ্চিমে বালিদুয়ার নামের একটি গ্রাম থেকে উদ্ধার করা হয়েছিল। গবেষণায় জানা গেছে, এই উল্কাপিণ্ড কঠিন ও এর দৈর্ঘ্য প্রায় ১৭ সে:মি: ছিল। এই পিণ্ডটির বর্ণ কালচে বাদামী (brownish black) ৷ এর মধ্যে একটি কালো আঁচ (black streak) থাকতে দেখা গিয়েছিল৷ গবেষণায় পাওয়া তথ্য অনুসারে, এই উল্কাপিণ্ডটি এইচ ফাইভ (H5) গোত্রের অন্তর্ভুক্ত৷[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. J EFFREY N. GROSSMAN AND J UTTA ZIPFEL (সেপ্টেম্বর, 2001)। "Meteoritical Bulletin, No. 85, A295 (2001)" (পিডিএফ)। Meteoritics & Planetary Science। সংগ্রহের তারিখ 19 জানুয়ারী 2014  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. http://articles.adsabs.harvard.edu/cgi-bin/nph-iarticle_query?bibcode=2005M%26PS...40..627S&db_key=AST&page_ind=0&data_type=GIF&type=SCREEN_VIEW&classic=YES
  3. http://www.lpi.usra.edu/meetings/corals2011/pdf/4011.pdf
  4. http://conference.narit.or.th/ncs/APRIM2011_proceedings/S2/S2O06.pdf[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]