বিষয়বস্তুতে চলুন

দেবেন্দ্র বর্মা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দেবেন্দ্র বর্মা একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ভারতীয় জনতা পার্টির অন্তর্গত এবং ২০০৮ সাল থেকে মধ্যপ্রদেশ বিধানসভায় খান্ডোয়া আসনের প্রতিনিধিত্ব করছেন। তাঁর পিতা, কিশোরীলাল বর্মা, ১৯৯০-এর দশকে বিজেপি সরকারে রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন এবং পান্ধনা নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেছেন। দেবেন্দ্র বর্মা ২০১৮ সালের নির্বাচনে ১৯,১৩৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "DEVENDRA VERMA (Criminal & Asset Declaration)"MyNeta। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৩