দেওয়ান রবীন্দ্রনাথ সোনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লেঃ জেনারেল

ডি আর সোনি

পিভিএসএম, ভিএসএম
আনুগত্য ভারত
সেবা/শাখা ভারতীয় সেনাবাহিনী
কার্যকাল১৯৭৯-২০১৮
পদমর্যাদা লেঃ জেনারেল
সার্ভিস নম্বরআইসি-৩৫৯৮৭পি
ইউনিটসেন্ট্রাল ইন্ডিয়া হর্স
নেতৃত্বসমূহদক্ষিণাঞ্চলীয় সেনা কমান্ড
সেনা প্রশিক্ষণ কমান্ড
১০ কোর
৪৭ সাঁজোয়া রেজিমেন্ট
পুরস্কার পরম বিশিষ্ট সেবা পদক
বিশিষ্ট সেবা পদক
দাম্পত্য সঙ্গীকর্নেল সুমন সোনি (অব.)

দেওয়ান রবীন্দ্রনাথ সোনি হচ্ছেন ভারতীয় সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত জেনারেল। ১৯৭৯ সালে সাঁজোয়া রেজিমেন্টে কমিশন পাওয়া জেনারেল রবীন্দ্রনাথ ২০১৭ সালের ১ ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক হন এবং ৩০ সেপ্টেম্বর ২০১৮ তারিখে অবসরে যান। জেনারেল পি এম হরিযের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি এবং জেনারেল সতীন্দ্র কুমার সৈনি জেনারেল রবীন্দ্রনাথের অবসর প্রস্তুতিমূলক ছুটিতে গমনের দিনে দক্ষিণাঞ্চলীয় কমান্ডের দায়িত্ব গ্রহণ করেন।[১][২]

শিক্ষা এবং ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

রবীন্দ্রনাথ রাষ্ট্রীয় প্রতিরক্ষা মহাবিদ্যালয় এবং ভারতীয় সামরিক একাডেমীতে পড়তেন। উচ্চতর প্রশিক্ষণ তিনি স্টাফ কলেজ, ওয়েলিংটন (তামিলনাড়ু) এবং আর্মি ওয়ার কলেজ, মহোও সেনানিবাস থেকে নিয়েছেন।

তার স্ত্রী কর্নেল সুমন সোনি ভারতীয় সেনাবাহিনীর ডাক্তার ছিলেন।

সামরিক কর্মজীবন[সম্পাদনা]

১৯৭৯ সালের জুন মাসে সেন্ট্রাল ইন্ডিয়া হর্স (সাঁজোয়া রেজিমেন্ট)-এ কমিশনপ্রাপ্ত হন রবীন্দ্রনাথ। পরে তাকে ৪৭ সাঁজোয়া রেজিমেন্টে বদলী করা হয়। তার একটি সাঁজোয়া রেজিমেন্ট, একটি সাঁজোয়া ব্রিগেড এবং একটি সাঁজোয়া ডিভিশনের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা হয়, তিনি একটি ফিল্ড কোরেরও (১০ কোর) অধিনায়কত্ব করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Lt Gen Soni takes over as chief of Southern Command"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২ ডিসেম্বর ২০১৭। ২ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৭ 
  2. India, Press Trust of (২০১৮-১০-০১)। "Lt Gen Saini takes charge as head of Southern Command"Business Standard India। সংগ্রহের তারিখ ২০১৮-১০-০১