দেওধাই অসম বুরঞ্জী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দেওধাই অসম বুরঞ্জী
লেখকসূর্য্যকুমার ভূঞা(সম্পাদক)
দেশভারত
ভাষাঅসমীয়া
ধরনবুরঞ্জীমূলক গ্রন্থ
প্রকাশকআসাম সরকার, পুরাতত্ত্ব বিভাগ
প্রকাশনার তারিখ
১৯৩২
মিডিয়া ধরনমুদ্রণ

দেওধাই অসম বুরঞ্জী হচ্ছে আসাম সরকার এবং পুরাতত্ত্ব বিভাগের দ্বারা ১৯৩২ সালে প্রকাশ করা একটি বুরঞ্জী পুথি। পুথিটির সম্পাদক সূর্য্যকুমার ভূঞা

নামাকরণ[সম্পাদনা]

দেওধাই অসম বুরঞ্জী গ্রন্থটির নাম কেন দেওধাই অসম বুরঞ্জী রাখা হল সেই সম্পর্কে গ্রন্থটির পাতনিত সূর্য্যকুমার ভূঞাই ইংরাজীত লিখেছেন-

The buranji has been named Deodnai Assam Buranji as it pre-sents the strictly Ahom ways of expression and though as well as their customs and manners,

এখানে সন্নিবিষ্ট বুরঞ্জী চারটিতে আহােমদের রীতিনীতি, আচার-ব্যবহার ইত্যাদি বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে। ‘দেওধাই’ শব্দটি আহােম সংস্কৃতির সাথে সম্পৃক্ত। সংস্কৃত ‘দেবধ্বনি’ শব্দ থেকে ‘দেওধাই’ শব্দটি ধ্বনিগত পরিবর্তন হয়ে আসছে। বুরঞ্জীটির ইংরাজী পাতনিতে সূর্য্যকুমার ভূঞা 'দেওধাই' শব্দের অর্থ দেবতার সুশ্রুষাকারী বলে উল্লেখ করেছেন। আহােম ভাষাতে 'দেওধাই’ শব্দ দ্বারা পুরােহিতক বোঝানো হয়। এই শব্দটি আহােম পরম্পরা তথা সংস্কৃতির বার্তা বহন করে। গ্রন্থটির দেওধাই নামটি সেখানে সন্নিবিষ্ট বুরঞ্জী চারটির বিষয়বস্তুর সাথে সঙ্গতি রক্ষা করেছে। সুর্য্যকুমার ভূঞাই গ্রন্থটিতে উল্লেখ করেছেন যে-

দেওধাই অসম বুরঞ্জীত সন্নিবিষ্ট বুরঞ্জী চারিখনর পাঠ গ্রহণ সকল হৈছে সাঁচিপতীয়া পুথি এবং ছপা বুরঞ্জীরপরা। কাহিনীক পূর্ণাঙ্গতা দিবর কারণত কখনবা একখন বুরঞ্জীক যুগতাবলৈ কেইবাখনাে সাঁচিপতীয়া পুথির সহায় ল'বলগা হৈছে। এনে করার ফলত বুরঞ্জী চারিখনত প্রকৃত সত্য প্রতিষ্ঠিত নােহােবাকৈ থাকা নাই।

বিষয়বস্তু[সম্পাদনা]

ভাষা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]