বিষয়বস্তুতে চলুন

দ্যুতি চাঁদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(দূতী চাঁদ থেকে পুনর্নির্দেশিত)
দূতী চাঁদ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামদ্যুতি চাঁদ
ডাকনামদ্যুতি
জাতীয়তাভারতীয়
জন্ম (1996-02-03) ৩ ফেব্রুয়ারি ১৯৯৬ (বয়স ২৮)
গোপালপুর, ওড়িশা, ভারত
উচ্চতা১.৬ মিটার (৫ ফুট ৩ ইঞ্চি)
ওজন৫০ কেজি (১১০ পাউন্ড)
ক্রীড়া
দেশ ভারত
ক্রীড়াঅ্যাথলেটিক্স
বিভাগ১০০ মিটার, ২০০ মিটার, ৪ × ১০০ মি রিলে
ক্লাবওএনজিসি
সাফল্য ও খেতাব
ব্যক্তিগত সেরা১০০ মি: ১১.১৭
(ইন্ডিয়ান গ্রা পি, পাতিয়ালা, ২০২১)
২০০ মি: ২৩.০০
(জাকার্তা ২০১৮)
৪ X ১০০ মি রিলে: ৪৩.৪২
(আলমাটি ২০১৬)
২৯ অগাস্ট ২০১৮ তারিখে হালনাগাদকৃত

দূতী চাঁদ (জন্ম ৩ ফেব্রুয়ারি ১৯৯৬) একজন ভারতীয় প্রফেশনাল স্প্রিন্টার এবং বর্তমানে মেয়েদের ১০০ মিটার ইভেন্টে জাতীয় রেকর্ডধারী[]। তিনি হচ্ছেন তৃতীয় ভারতীয় নারী যিনি গ্রীষ্মকালীন অলিম্পিকে মেয়েদের ১০০ মিটার প্রতিযোগীতার জন্য মনোনীত হয়েছেন। ১৯৮০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য পিটি উষা বাছাই পর্ব পার হয়েছিলেন।[] ২০১৮ জাকার্তা, এশিয়ান গেমসে তিনি মহিলাদের ১০০ মিটারে রৌপ্য পদক জিতেছেন।[]

ব্যক্তি জীবন

[সম্পাদনা]

১৯৯৬ সালে ৩ ফেব্রুয়ারি ওড়িশার গোপালপুরে চাঁদ জন্মগহন করেন। তার বাবার নাম চক্রধর চাঁদ এবং মায়ের নাম আকুঞ্জি চাঁদ। গরীব তাঁতী পরিবারে চার বোনের মধ্যে দ্যুতি একজন। তার বড়বোন সরস্বতী চাঁদের কাছ থেকেই তিনি অনুপ্রেরণা লাভ করেন। ২০১৩ সালে তিনি আইন পড়তে কে আই আই টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

ক্যারিয়ার

[সম্পাদনা]

২০১২ সালে তিনি অনূর্ধ্ব আঠারোো বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন হন। ১০০ মিটার ইভেন্টে তিনি সময় নেন ১১.৮ সেকেন্ড। পুনেতে অনুষ্ঠিত ২০০ মিটার প্রতিযোগিতায় চাঁদ ২৩.৮১১ সেকেন্ড সময় নেন। ২০১৩ সালে তিনি ১০০ ও ২০০ মিটারে জাতীয় চ্যাম্পিয়ন হন।

কমনওয়েলথ গেমস কন্ট্রোভার্সি

[সম্পাদনা]

কমনওয়েলথ গেমসে অংশ গ্রহণের শেষ পর্যায়ে ভারতীয় এথলেট ফেডারেশন ঘোষণা করে করে হাইপারেন্ডোজেনিজম এর কারণে দূতী মহিলা এথলেট হিসেবে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। কিন্তু দূতী যে প্রতারণা বা ডোপিং করেছেন এধরনের কিছু বলা হয় নি। ভারত সরকার দূতীর পাশে দাড়ায়। কোর্ট অভ আরবিট্রেশান ফর স্পোর্টসে আপিল করা হয়। শেষ পর্যন্ত দ্যুতি পুনরায় ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ পান।

শান্তি সৌন্দার্যন সমর্থন

[সম্পাদনা]

তথ্য উৎস

[সম্পাদনা]
  1. "Anirudha, Dutee emerge fastest; Jyothi settles for silver medal"Deccan Herald। ৮ সেপ্টেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৩ 
  2. "Dutee Chand from India Qualifies for Women's 100m"। ২৬ জুন ২০১৬। ২২ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৬ 
  3. "Asian Games Live Updates Day 8: Dutee Chand Takes 100m Silver, Anas & Hima Das Clinch 400m Silver"news18। ২০১৮-০৮-২৬। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-২৬ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]