দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো
অবয়ব
গঠিত | ১৯৯৩ |
---|---|
সদরদপ্তর | ঢাকা , বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
ওয়েবসাইট | [www.ddm.gov.bd/ Disaster Management Bureau] |
দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো হলো একটি সরকারী ব্যুরো যা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে সরকারী প্রতিক্রিয়া পরিচালনার কাজে নিয়োজিত ছিল এবং এটি দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২-এর ধারা ৬০-এর ৩নং উপধারা মোতাবেক বিলুপ্ত হয়। নবগঠিত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে বিলুপ্ত ব্যুরোর সম্পদ, ক্ষমতা ও অধিকার হস্তান্তর করা হয়।[১][২]
ইতিহাস
[সম্পাদনা]১৯৯৩ সালে দুর্যোগ পরিচালনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো প্রতিষ্ঠিত হয়। ১৯৯১ সালে বাংলাদেশের ঘূর্ণিঝড় এবং বাংলাদেশে বন্যার পরে, সরকার ত্রাণ কার্যক্রম পরিচালনা করার জন্য একটি ব্যুরোর প্রয়োজন অনুভব করেছিল এবং তারপর থেকে দুর্যোগ পরিচালনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো পরিচালিত হয়ে আসছে। ব্যুরোর নেতৃত্বে প্রধান একজন মহাপরিচালক।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ মাসুদ হাসান চৌধুরী (২০১২)। "দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "Disaster management in Bangladesh: Reducing vulnerabilities"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ১০ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৭।