দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়
দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় (২৭ জানুয়ারি, ১৯১৭ ― ১০ ফেব্রুয়ারি, ১৯৯৫) একজন বাঙালি জনপ্রিয় শিশুসাহিত্যিক ও কিশোর ভারতী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তার অন্যতম পুত্র ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় একজন সাহিত্যিক ও সম্পাদক।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]দীনেশচন্দ্র অধুনা বাংলাদেশের যশোর জেলার পাইকাড়ায় জন্মগ্রহণ করেছিলেন। পিতা ছিলেন গণিতজ্ঞ অবনীভূষণ চট্টোপাধ্যায়।[১] প্রথম জীবনে দীনেশচন্দ্র স্বাধীনতা সংগ্রামী আন্দোলনে যুক্ত হন ও পরে ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। তিনি বামপন্থী রাজনীতিবিদ সুধাংশু দাশগুপ্ত, মুজফর আহমেদ ও নৃপেন চক্রবর্তীর সাথে কাজ করেছেন। কমিউনিস্ট পার্টির বাংলা মুখপত্র স্বাধীনতা পত্রিকার সাথে যুক্ত হন। তিনি সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্র ছিলেন পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম. এ পাশ করেন।[২]
সাহিত্য
[সম্পাদনা]১৯৬৮ সালে তার উদ্যোগে ও সম্পাদনায় শিশু, কিশোরদের জন্যে কিশোর ভারতী প্রকাশিত হয়।[৩] এই পত্রিকায় তার সর্বাধিক জনপ্রিয় ও আলোচিত উপন্যাস দুরন্ত ঈগল প্রকাশিত হলে দীনেশচন্দ্র বাংলা সাহিত্য জগতে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেন। এডভেঞ্চার উপন্যাস, ছোটগল্প, ঐতিহাসিক ও সামাজিক গল্প লিখেছেন। তার প্রচেষ্টায় কলকাতায় পত্রভারতী প্রকাশনা সংস্থা গঠিত হয় ১৯৮২ সালে। পিতার তৈরী প্রকাশনা সংস্থা বিদ্যোদয় লাইব্রেরী কে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। তার ছদ্মনাম ছিল দীননাথ কাশ্যপ।[২] তার রচিত গ্রন্থগুলি হলঃ[৪]
- দুরন্ত ঈগল
- নীল ঘুর্ণি
- কালের জয়ডংকা বাজে
- নাম তার ভাবা
- মানুষে অমানুষে
- বিজ্ঞানের দুঃস্বপ্ন
- ভয়ঙ্করের জীবনকথা
- গল্প বলে ভারত
- দুঃসাহসী রঞ্জু
- ভাবা সমগ্র
- চিরকালের গল্প
- ওদের বাঁচতে দাও[৫]
পুরস্কার
[সম্পাদনা]১৯৮৭ সালে তিনি বিদ্যাসাগর স্মৃতি পুরস্কারে সম্মানিত হন। তার রচিত ভয়ঙ্করের জীবনকথা গ্রন্থটির জন্যে রাষ্ট্রীয় পুরস্কার পান। এছাড়া সারাজীবনের সাহিত্যকীর্তির জন্যে বহু পদক, সম্মান ও পুরস্কার পেয়েছেন দীনেশচন্দ্র।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ভবভূতি ভট্টাচার্য। "গ্রন্থ-সমালোচনা"। আইএসএসএন 1563-8685। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৭।
- ↑ ক খ দ্বিতীয় খন্ড, অঞ্জলি বসু সম্পাদিত (২০০৪)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ১৩০।
- ↑ "নিরাশ হওয়ার কারণ নেই"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৭।
- ↑ "ঘুঙুরবাঁধা এক হরবোলা"। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৪।
- ↑ Chattopadhyay, Dinesh Chandra (২০১০)। Dinesh Chandra Chattopadhyay : Duronto Eagal (ইংরেজি ভাষায়)। PATRA BHARATI। আইএসবিএন 978-81-86986-11-0।