বিষয়বস্তুতে চলুন

দি ইমপোর্টেন্স অব বিয়িং আর্নেস্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দি ইমপোর্টেন্স অব বিয়িং আর্নেস্ট
দি ইমপোর্টেন্স অব বিয়িং আর্নেস্ট-এর মূল মঞ্চায়নে অ্যালগারনন চরিত্রে অ্যালান আইনেসওয়ার্থ (বামে) ও জন চরিত্রে জর্জ আলেকজান্ডার (ডানে)
রচয়িতাঅস্কার ওয়াইল্ড
উদ্বোধনের তারিখ১৮৯৫
উদ্বোধনের স্থানসেন্ট জেমস্‌স থিয়েটার,
লন্ডন, ইংল্যান্ড
মূল ভাষাইংরেজি
বর্গহার‍্যরসাত্মক, প্রহসন
প্রেক্ষাপটলন্ডন ও হার্টফোর্ডশায়ার

দি ইমপোর্টেন্স অব বিয়িং আর্নেস্ট, আ ট্রিভিয়াল কমেডি ফর সিরিয়াস পিপল (ইংরেজি: The Importance of Being Earnest, A Trivial Comedy for Serious People) হল অস্কার ওয়াইল্ড রচিত নাটক। এটি ১৮৯৫ সালের ১৪ই ফেব্রুয়ারি প্রথম লন্ডনের সেন্ট জেমস্‌স থিয়েটারে মঞ্চস্থ হয়। প্রহসনধর্মী হাস্যরসাত্মক এই নাটকে মুখ্য চরিত্র সামাজিক বাধ্যবাধকতা থেকে মুক্তি পেতে এক ধরনের কাল্পনিক ব্যক্তিত্ব ধারণ করেন। ভিক্টোরীয় যুগের শেষভাগের লন্ডনের সামাজিক রীতিনীতি পটভূমিতে রচিত এই নাটকের মূল বিষয়বস্তু হল বিবাহের মত বিষয়ের তুচ্ছ এবং ভিক্টোরীয় পদ্ধতির প্রহসনধর্মী উপস্থাপন। কিছু সমসাময়িক পর্যালোচনায় এই নাটকের হাস্যরস ও ওয়াইল্ডের শৈল্পিক কর্মজীবনের শীর্ষবিন্দুতে পৌঁছানোর প্রশংসা দেখা যায়, অন্যদিকে বাকিগুলোতে এর সামাজিক বার্তা না থাকার জন্য সমালোচনা দেখা যায়। দি ইমপোর্টেন্স অব বিয়িং আর্নেস্ট-এর উচ্চমাত্রার প্রহসন ও চতুর সংলাপ একে ওয়াইল্ডের দীর্ঘস্থায়ী জনপ্রিয় নাটক হতে সাহায্য করে।

চরিত্রাবলি

[সম্পাদনা]
  • জ্যাক ওয়ার্দিং (আর্নেস্ট) - একজন তরুণ, যে গুয়েন্ডোলেন ফেয়ারফ্যাক্সকে ভালোবাসে।
  • অ্যালগারনন মনক্রিয়েফ - লন্ডনের একজন তরুণ, ল্যাডি ব্র্যাকনেলের ভাইপো, সেসিলি কার্ডিউকে ভালোবাসে।
  • গুয়েন্ডোলেন ফেয়ারফ্যাক্স - একজন তরুণী, যাকে জ্যাক ভালোবাসে।
  • সেসিলি কার্ডিউ - একজন তরুণী, জ্যাক ওয়ার্দিঙের ওয়ার্ড।
  • মিস প্রিজম - সেসিলির গভর্নেস।
  • রেভারেন্ড ক্যানন চেসুবল - জ্যাকের প্যারিশের যাজক।
  • লেন - অ্যালগারননের গৃহপরিচারিকা।
  • মেরিম্যান - জ্যাকের চাকর।

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:দি ইমপোর্টেন্স অব বিয়িং আর্নেস্ট