দি ইমপোর্টেন্স অব বিয়িং আর্নেস্ট
দি ইমপোর্টেন্স অব বিয়িং আর্নেস্ট | |
---|---|
রচয়িতা | অস্কার ওয়াইল্ড |
উদ্বোধনের তারিখ | ১৮৯৫ |
উদ্বোধনের স্থান | সেন্ট জেমস্স থিয়েটার, লন্ডন, ইংল্যান্ড |
মূল ভাষা | ইংরেজি |
বর্গ | হার্যরসাত্মক, প্রহসন |
প্রেক্ষাপট | লন্ডন ও হার্টফোর্ডশায়ার |
দি ইমপোর্টেন্স অব বিয়িং আর্নেস্ট, আ ট্রিভিয়াল কমেডি ফর সিরিয়াস পিপল (ইংরেজি: The Importance of Being Earnest, A Trivial Comedy for Serious People) হল অস্কার ওয়াইল্ড রচিত নাটক। এটি ১৮৯৫ সালের ১৪ই ফেব্রুয়ারি প্রথম লন্ডনের সেন্ট জেমস্স থিয়েটারে মঞ্চস্থ হয়। প্রহসনধর্মী হাস্যরসাত্মক এই নাটকে মুখ্য চরিত্র সামাজিক বাধ্যবাধকতা থেকে মুক্তি পেতে এক ধরনের কাল্পনিক ব্যক্তিত্ব ধারণ করেন। ভিক্টোরীয় যুগের শেষভাগের লন্ডনের সামাজিক রীতিনীতি পটভূমিতে রচিত এই নাটকের মূল বিষয়বস্তু হল বিবাহের মত বিষয়ের তুচ্ছ এবং ভিক্টোরীয় পদ্ধতির প্রহসনধর্মী উপস্থাপন। কিছু সমসাময়িক পর্যালোচনায় এই নাটকের হাস্যরস ও ওয়াইল্ডের শৈল্পিক কর্মজীবনের শীর্ষবিন্দুতে পৌঁছানোর প্রশংসা দেখা যায়, অন্যদিকে বাকিগুলোতে এর সামাজিক বার্তা না থাকার জন্য সমালোচনা দেখা যায়। দি ইমপোর্টেন্স অব বিয়িং আর্নেস্ট-এর উচ্চমাত্রার প্রহসন ও চতুর সংলাপ একে ওয়াইল্ডের দীর্ঘস্থায়ী জনপ্রিয় নাটক হতে সাহায্য করে।
চরিত্রাবলি
[সম্পাদনা]- জ্যাক ওয়ার্দিং (আর্নেস্ট) - একজন তরুণ, যে গুয়েন্ডোলেন ফেয়ারফ্যাক্সকে ভালোবাসে।
- অ্যালগারনন মনক্রিয়েফ - লন্ডনের একজন তরুণ, ল্যাডি ব্র্যাকনেলের ভাইপো, সেসিলি কার্ডিউকে ভালোবাসে।
- গুয়েন্ডোলেন ফেয়ারফ্যাক্স - একজন তরুণী, যাকে জ্যাক ভালোবাসে।
- সেসিলি কার্ডিউ - একজন তরুণী, জ্যাক ওয়ার্দিঙের ওয়ার্ড।
- মিস প্রিজম - সেসিলির গভর্নেস।
- রেভারেন্ড ক্যানন চেসুবল - জ্যাকের প্যারিশের যাজক।
- লেন - অ্যালগারননের গৃহপরিচারিকা।
- মেরিম্যান - জ্যাকের চাকর।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ব্রিটিশ গ্রন্থাগারে The Importance of Being Earnest ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ সেপ্টেম্বর ২০১৪ তারিখে-র প্রারম্ভিক পাণ্ডুলিপি
- Printable version in PDF format, A4 paper size
- গুটেনবের্গ প্রকল্পে The Importance of Being Earnest (Kindle, EPUB and txt files)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে দি ইমপোর্টেন্স অব বিয়িং আর্নেস্ট: performance history, cast lists, awards received
- The Importance of Being Earnest লিব্রিভক্সে পাবলিক ডোমেইন অডিওবই (ইংরেজি)
- ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট জাদুঘরে The Importance of Being Earnest
- 1947 Theatre Guild on the Air radio adaptation at Internet Archive