বিষয়বস্তুতে চলুন

দিল্লি ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দিল্লি
পূর্ণ নামদিল্লি ফুটবল দল
প্রতিষ্ঠিত১৯৪১; ৮৩ বছর আগে (1941)
মাঠজওহরলাল নেহেরু স্টেডিয়াম
ধারণক্ষমতা৬০,২৫৪
মালিকফুটবল দিল্লি
প্রধান কোচমহম্মদ সাব্বির
লিগসন্তোষ ট্রফি
২০২২–২৩অন্তিম পর্ব

দিল্লি ফুটবল দল ভারতের একটি রাজ্য ফুটবল দল যা ভারতের রাজ্য চ্যাম্পিয়নশিপ সন্তোষ ট্রফিতে নিয়মিত অংশগ্রহণ করে।[] দলের খেলোয়াড় বাছাই করার জন্য দিল্লি ফুটবল লিগ গুরুত্বপূর্ণ।

এই দল দুবার সন্তোষ ট্রফির ফাইনালে উপস্থিত হয়েছে এবং মাত্র একবার ট্রফি জিতেছে (১৯৪৪-৪৫ সালে)।

অতি সম্প্রতি, ১ থেকে ১৬ মার্চ ২০১৮-এ জলন্ধর এবং লুধিয়ানায় অনুষ্ঠিত সন্তোষ ট্রফির জন্য ৬৯তম সিনিয়র জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত রাউন্ডে ২০ সদস্যের দিল্লি ফুটবল দল উত্তীর্ণ হয়েছিল৷[]

সাফল্য

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Football Delhi (Delhi Soccer Association)" 
  2. PTI (২৬ ফেব্রুয়ারি ২০১৫)। "Rawat to lead Delhi football team in Santosh Trophy"। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৮