বিষয়বস্তুতে চলুন

দিলীপ মজুমদার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দিলীপ মজুমদার
ড.দিলীপ মজুমদার (২৪/০১/২০২৪ তারিখে) হায়াৎনগর সুভাষ সমিতি লাইব্রেরিতে
ড.দিলীপ মজুমদার (২৪/০১/২০২৪ তারিখে) হায়াৎনগর সুভাষ সমিতি লাইব্রেরিতে
জন্ম১৯৪৬
কাঁথি মেদিনীপুর, ব্রিটিশ ভারত (বর্তমানে পশ্চিমবঙ্গ)
ভাষাবাংলা
জাতীয়তাভারতীয়
শিক্ষা প্রতিষ্ঠানরবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
উল্লেখযোগ্য রচনাবলিসোমেন চন্দ ও তাঁর রচনা সংগ্রহ

ড.দিলীপ মজুমদার ( জন্ম:১৯৪৬) হলেন পশ্চিমবঙ্গের একজন বাঙালি প্রাবন্ধিক, শিক্ষাবিদগবেষক। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রথম শহিদ, তরুণ সাহিত্যিক সোমেন চন্দের সাহিত্যকীর্তিকে সামনে নিয়ে আসার পিছনে ছিল তার অসামান্য অবদান।[]

জীবনী

[সম্পাদনা]

দিলীপ মজুমদারের জন্ম ব্রিটিশ ভারতের অধুনা পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে[]তিনি শীর্ষ স্থান অধিকার করে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি ড. ক্ষেত্র গুপ্ত'র অধীনে ‘প্রগতি লেখক আন্দোলনের প্রথম পর্যায় ও সোমেন চন্দের সাহিত্যচর্চা’[] বিষয়ে গবেষণা করে ওই বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি কলকাতার নেতাজীনগর বিদ্যামন্দিরে শিক্ষকতা করেন। তিনি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের শাখা সঞ্চালকও ছিলেন।[] বাম রাজনীতিতে বিশ্বাসী তিনি তরুণ বয়সে মুজফফর আহমেদের সান্নিধ্য লাভ করেন। সেই সুবাদে নিরলস ও ঐকান্তিক পরিশ্রমে তিনি ১৯৭৩ খ্রিস্টাব্দে তরুণ শহীদ সাহিত্যিক সোমেন চন্দের রচনা সংগ্রহ ও সম্পাদনা প্রথম প্রকাশ করেন।[] গবেষণাগ্রন্থের পাশাপাশি তিনি ইংরাজী ও বাংলায় কয়েকটি অভিধানসহ প্রবন্ধ, গল্প-কবিতা রচনা করেন। সেগুলি সাহিত্য পত্রিকা দেশ, রবিবাসরীয় আনন্দবাজার, ঊনিশ-কুড়ি, আনন্দমেলা রবিবাসর, সাপ্তাহিক বর্তমান, সংবাদ প্রতিদিন , ইরাবতী , ঋতবাক , আপনজন , পেজ ফোর প্রভৃতি পত্র-পত্রিকায় প্রকাশিত হয়।[]

প্রকাশিত গ্রন্থসমূহ-
  • সোমেন চন্দ ও তাঁর রচনা সংগ্রহ ( সম্পাদিত অখণ্ড নতুন সংস্করণ ২০২০) নবজাতক প্রকাশন ISBN 978-93-8501-734-6
  • সোমেন চন্দের সাহিত্যচর্চা (২০১১) নবজাতক প্রকাশন
  • হরিশ মুখার্জি: যুগ ও জীবন;/ ( ২00৮ ) এডুকেশন ফোরাম ISBN 81-87657-85-5
  • কারাগার কণ্ঠরোধ রবীন্দ্রনাথ / ( ২০০৯ ) / ইউনিক বুক সেন্টার
  • জে টি সান্ডারল্যান্ড ও শৃঙ্খলিত ভারত ( ২০০০) / নবজাতক প্রকাশন
  • বাংলা সাহিত্যে প্রগতিচিন্তা (২০০৯) - এডুকেশন ফোরাম ISBN 81-87657-36-7
  • সওগাত মুসলিম মানস ও রবীন্দ্রনাথ ( ২০১০ ) / এডুকেশন ফোরাম ISBN 81-87657-06-5
  • ভয়াল দানবের খোঁজে (২০২০) - নবজাতক প্রকাশন ISBN 978-93-8501-729-2]]
  • কেদারনাথ মজুমদারের রামায়ণের সমাজ - ( সম্পাদিত ২০১৮)এডুকেশন ফোরাম ISBN 789382-600312
  • ইতিহাসের অন্তরালে রামমন্দির ও বাবরি মসজিদ ( ২০২১) এডুকেশন ফোরাম ISBN 978-93-82599-55-5
  • বাংলা ব্যাকরণ কোষ (২০১৬) - এডুকেশন ফোরাম
  • বাঙ্গালা সাময়িক সাহিত্য (সম্পাদিত ২০১০) এডুকেশন ফোরাম
  • শ্মশানের সংলাপ (২০১৫) নবজাতক প্রকাশন
  • ছিল আশা মেঘনাদ (২০১৫) - নবপত্র প্রকাশন
  • একা একা নারী প্রতিপক্ষ কয়েকজন (২০১১) দেশ প্রকাশন
  • সেই সব দিন সেই সব মানুষ (২০২১) - আনন্দ প্রকাশন ISBN 978-93-8925-844-8]]
  • করোনা সংক্রমণের ইতিহাস (২০২১) - নবজাতক প্রকাশন
  • শিল্পী আক্রান্ত (২০২২) - আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড ISBN 978-93-5425-367-6
  • জে টি সাণ্ডারল্যাণ্ড ও ইণ্ডিয়া ইন বণ্ডেজ ( ২০০৬ ) ইউনিক বুক সেন্টার
  • রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ (২০২৩) মুদ্রা কলাকেন্দ্র
  • ব্রা্ণ্ড ফকিরের জুমলাবাজি (২০২৪) আপনজন প্রকাশন
  • বাঁকা চোখে আঁকা ছবি (২০২৪) আনন্দ প্রকাশন
  • বাংলা ব্যাকরণ অভিধান (২০১২) ইউনিক বুক সেন্টার
  • ছিন্ন পাতায় সাজাই তরণি (আত্মজীবনীমূলক উপন্যাস ২০১৭) /অক্ষর প্রকাশনী
  • অরণি : সূচি ও সংকলন (সম্পাদিত ২০০৮) দুর্বার কলম
  • স্বাধীনতার ৭৫ বছরে বাংলা (সম্পাদিত ২০২২) ISBN 978-81-9595-630-2
  • ভারত ইতিহাসের ছেঁড়া পাতা (সম্পাদিত ২০২৩)দুর্বার কলম ISBN 978-81-9595-632-6
  • মেলা বইমেলা বেহালার বইমেলা ( সম্পাদিত ২০২৩ ) দুর্বার কলম ISBN 978-81-9595-637-1
  • English Grammar Dictionary (2015) Unique Book Centre
  • J.T.Sunderland's Indian In Bondage ( 2015) Unique Book Centre

দক্ষিণ কলকাতার পর্ণশ্রীতে সাহিত্য ও সংস্কৃতি চর্চার জন্য তিনি ও অমরনাথ করণ মিলে ১৯৯৯ খ্রিস্টাব্দে গড়ে তোলেন পর্ণশ্রী সাহিত্য সম্মেলন[]

সম্মাননা

[সম্পাদনা]

২০০৯ খ্রিস্টাব্দে তিনি গবেষণামূলক কাজের জন্য ভারতসরকারের সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে সিনিয়র ফেলোশিপ লাভ করেন।[]। ২০১৫ সালে আচার্য দীনেশচন্দ্র সেন স্মৃতি পুরস্কার, ২০১৬ সালে বৃহত্তর বেহালা বইমেলা পুরস্কার , ২০১৭ সালে দঃ ২৪ পরগণা জেলা বইমেলা পুরস্কার, ২০১৯ সালে মধুসূদন স্মারক সম্মান ও ২০২৪ খ্রিস্টাব্দের জানুয়ারি হায়াৎনগর সুভাষ সমিতি তাদের হীরক জয়ন্তী বর্ষে নেতাজী জয়ন্তীর অনুষ্ঠানে বিশেষ নেতাজী সুভাষ সম্মাননা প্রদান করে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "দেশের কাজে, সমাজের কাজে সোমেন চন্দের ত্যাগ, ঐকান্তিকতা প্রশ্নাতীত : দিলীপ মজুমদার"। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১৯ 
  2. মজুমদার, দিলীপ। শিল্পী আক্রান্ত। কলকাতা: আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড। আইএসবিএন 978-93-5425-367-6 
  3. "কলকাতার কড়চা - রজতজয়ন্তী"। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-০২