দিঘি
অবয়ব
দিঘি বলতে সাধারণত বড় পুকুর বা বড় সরোবরকে বুঝায়।[১] পৃথিবী অনেক দেশে এই বিশাল সরোবর ছড়িয়ে ছিটে আছে।এটি সাধারণত মুক্ত ও স্বাদু পানির জলাশয় প্রাকৃতিক এবং কৃত্তিম উভয়ভাবে গড়ে উঠে। বাংলাদেশ ও ভারতে প্রচুর পরিমানে দিঘি প্রবহমান। মুক্ত পানির জলাশয় হওয়াতে এতে প্রচুর পরিমানে মাছ উৎপাদন করা যায়।ঋতুচক্রের কারণে এই মুক্ত জলাশয়ের পানির উর্ধ্বগতি এবং ভাটা দেখা দেয়।সাধারণত বর্ষাকালে এর পানি প্রচুর পরিমানে বেড়ে যায় এবং বর্ষা ঋতু অতিবাহিত হওয়ার পর পুনরায় তার অবস্থানে ফিরে আসে। ঋতু আবর্তনের কারণে কোন কোন সময় এই জলাশয় তার যৌবন হারায় এবং চিকচিক বালুকনা নজরে আসে।ছোট আকৃতির মাছ থেকে শুরু করে মাঝারি এবং বড় আকৃতির মাছ এখানে চাষ করা সম্ভব৷
দিঘির তালিকা