দাও

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভারত মহাসাগরের সোয়াহিলি উপকূলের কাছে জাঞ্জিবার দ্বীপপুঞ্জের কাছে সমুদ্রে বিচরণকারী একটি দাও নৌকা।
২০১৪ সালে দুবাই শহরে নোঙর করা মৎস্যশিকারীদের দাও নৌকার একটি গুচ্ছ

দাও (আরবি: داو) লোহিত সাগরভারত মহাসাগর অঞ্চলে বিচরণকারী এক বা একাধিক মাস্তুলবিশিষ্ট এবং "সেটি" (Settee) বা লাতিন (Lateen) জাতীয় পালবিশিষ্ট কিছু ঐতিহ্যবাহী পালতোলা নৌকার সাধারণ নাম। দাও নৌকা আরবরা নাকি ভারতীয়রা উদ্ভাবন করেছিল, সে ব্যাপারে ইতিহাসবিদদের মতভেদ আছে।[১][২] দাও নৌকাগুলির হাল লম্বা ও সরু হয়। এগুলি মূলত ভারী মালামাল যেমন ফলমূল, সুপেয় পানি বা অন্যান্য ভারী পণ্যদ্রব্য পূর্ব আরবের উপকূল ধরে (পারস্য উপসাগরের আরব দেশগুলিতে) পরিবহন করতে ব্যবহৃত হত।[৩] এছাড়া পূর্ব আফ্রিকা, ইয়েমেন, উপকূলীয় দক্ষিণ এশিয়াতে (পাকিস্তান, ভারত ও বাংলাদেশ) দাও নৌকার প্রচলন আছে। অপেক্ষাকৃত বড় দাও নৌকাতে প্রায় ৩০ জন নাবিক, ছোটগুলিতে সাধারণত এক ডজন নাবিক থাকে।

ছবিতে দাও নৌকা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Briggs, Philip। "Dhows of the Swahili coast"Zanzibar Travel Guide। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১২ 
  2. "The History & construction of the dhow"। Nabataea। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১২ 
  3. "Arab Dhows of Eastern Arabia"। ১৯৪৯।