থুনচাথু এজুথাচান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তুঞ্চত্তু রামানুজন্ এষত্তচ্ছন
শিল্পী আর.জি.ব দ্বারা এষতচ্ছনের আধুনিক (২০১৩) চিত্র।
জন্ম১৪৯৫
ত্রিক্কান্দিয়ুর, বর্তমান তিরুর, মালাপ্পুরম জেলা), কেরালা
পেশা
  • কবি
  • ভাষাবিদ্
  • অনুবাদক
যুগ১৬ শতক
পরিচিতির কারণঅধ্যাত্ম রামায়ণ
আন্দোলন
  • ভক্তি আন্দোলন
  • এষতচ্ছন আন্দোলন
  • কিল্লাপ্পট্ট

থুঞ্চাথু রামানুজন এজুথাচান (ইংরেজিঃ Thuncattu Ramanujan Elluttachchan) (মালয়ালম , ) ছিলেন ১৬ শতকের একজন মালয়ালম ভক্তিমূলক কবি , অনুবাদক ও ভাষাবিদ । [১] তিনি ছিলেন মালয়ালম সাহিত্যের প্রাচীন ত্রয়ী কবিত্রয়মের অন্যতম। অন্য দুজন হলেন কুঞ্চন নাম্বিয়ার ও চেরুসেরি । তাঁকে " আধুনিক মালয়ালম ভাষার পিতা " ও " মালয়ালমের প্রধান কবি " বলা হয় । [২]তিনি কেরালার সাহিত্য সংস্কৃতিতে (ভক্তি আন্দোলন সঙ্গে যুক্ত ঘরোয়া ধর্মীয় গ্রন্থ) একটি বড় পরিবর্তনের অন্যতম পথিকৃৎ ছিলেন । [৩] তাঁর রচনা কেরলে তাঁর সমসাময়িক বা পূর্বসূরীদের তুলনায় অনেক বেশি প্রকাশিত ও পাঠ করা হয় ।[৪]

তিনি এক ঐতিহ্যবাহী হিন্দু পরিবারে উত্তর কেরালার মালাপ্পুরম জেলার বর্তমান তিরুরের থুনচাথু নামে এক গৃহে জন্মগ্রহণ করেন। [৫] [২] তার জীবন সম্পর্কে নিশ্চিতভাবে খুব কমই জানা যায়। [১] তাঁর নিজের জীবদ্দশায়ও তাঁর সাফল্য আকাশছোঁয়া বলে মনে হয়। [৫] পরে তিনি ও তার অনুসারীগণ কেরালার আরও পূর্বে পালাক্কাডের কাছে একটি গ্রামে স্থানান্তর হন। এবং সেখানে একটি আশ্রম ("রামানন্দ আশ্রম") ও একটি ব্রাহ্মণ গ্রাম প্রতিষ্ঠা করেন। [৪]

এই আশ্রমে সম্ভবত ব্রাহ্মণশূদ্র উভয় বর্ণের ছাত্র ছিল। [১] আশ্রমটি অবশেষে কেরালায় জনপ্রিয় ভক্তির ধারণার সাথে যুক্ত "এজুথাচান আন্দোলন" এর পথপ্রদর্শক হয়। [৩] এজুথাচানের ধারণাগুলি পণ্ডিতদের দ্বারা বিভিন্নভাবে দার্শনিক রামানন্দের সাথে যুক্ত করা হয়েছে। তিনি রামানন্দী সম্প্রদায়ের সন্ধান করেছিলেন। [৬]


এজুথাচানের বহু শতাব্দী আগে, কেরালার মানুষ মালায়ালাম ও গ্রন্থ লিপিতে সাহিত্য পাঠ তৈরি করে আসছিল। [২] তিনি সংস্কৃত মহাকাব্য রামায়ণের মালয়ালম পুনর্গঠনের "প্রধান কবি" বা "মালয়ালম উপযুক্ত পিতা" হিসাবে সম্মানিত হন। [২] [১] এই রচনাটি কেরালার মধ্য-বর্ণের গৃহে একটি জনপ্রিয় ভক্তিমূলক পাঠরূপে দ্রুত প্রচারিত হয়েছিল। [৩] বলা যেতে পারে যে এজুথাচান তখনকার অজানা সংস্কৃত - পুরাণ সাহিত্যকে সাধারণ মানুষের অনুধাবনের স্তরে (গৃহোপযুক্ত গ্রন্থরূপে) নিয়ে এসেছিলেন । [৫] বর্তমান মালয়ালম বর্ণমালার মূলধারায় তার অন্যান্য প্রধান অবদান রয়েছে। [৫] [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The Literature of Hinduism in Malayalam"। The Blackwell Companion to Hinduism। Blackwell Publishing, Wiley India। ২০০৩। পৃষ্ঠা 173–74। আইএসবিএন 9780470998694ডিওআই:10.1002/9780470998694 
  2. Pollock, Sheldon (২০০৩)। "Introduction"। Literary Cultures in History: Reconstructions from South Asia। University of California Press। পৃষ্ঠা 20। আইএসবিএন 9780520228214 
  3. Freeman, Rich (২০০৩)। "Genre and Society: The Literary Culture of Premodern Kerala"। Literary Cultures in History: Reconstructions from South Asia। University of California Press। পৃষ্ঠা 479–81। আইএসবিএন 9780520228214 
  4. Freeman, Rich (২০০৩)। "Genre and Society: The Literary Culture of Premodern Kerala"। Literary Cultures in History: Reconstructions from South Asia। University of California Press। পৃষ্ঠা 481। আইএসবিএন 9780520228214 
  5. Logan, William (২০১০)। Malabar। Asian Educational Services। পৃষ্ঠা 92–94। 
  6. Freeman, Rich (২০০৩)। "Genre and Society: The Literary Culture of Premodern Kerala"। Literary Cultures in History: Reconstructions from South Asia। University of California Press। পৃষ্ঠা 482। আইএসবিএন 9780520228214 

বহিঃসংযোগ[সম্পাদনা]