থিওডোর কোর্নার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(থিওডোর ক্যোর্নার থেকে পুনর্নির্দেশিত)
কার্ল থিওডোর কোর্নার
জন্ম(১৭৯১-০৯-২৩)২৩ সেপ্টেম্বর ১৭৯১
ড্রেসডেন, স্যাক্সনি
মৃত্যুআগস্ট ২৬, ১৮১৩(1813-08-26) (বয়স ২১)
রোজেনাউ, ম্যাকলেনবুর্গ
পেশাকবি, সৈন্য
ভাষাজার্মান

কার্ল থিওডোর কোর্নার (Carl Theodor Körner) (* জন্ম: ২৩ সেপ্টেম্বর, ১৭৯১ ড্রেসডেনে; †মৃত্যু: ২৬ আগস্ট, ১৮১৩, রোজেনাউতে) ছিলেন একজন জার্মান রোমান্টিক কবি ও সেনাসদস্য। কিছুদিন তিনি ভিয়েনায় অতিবাহিত করেন এবং সেখানে হালকা কমেডি এবং বার্গথিয়েটারের জন্য কিছু লেখালেখি করেন। পরে নেপোলিয়নের বিরুদ্ধে তিনি সশস্ত্র মুক্তিসংগ্রামে যোগ দেন। এইসময় তিনি অনেক যুদ্ধে ব্যক্তিগত শৌর্য প্রদর্শন করেন এবং তার দেশাত্মবোধক কবিতার মাধ্যমে তার সহযোদ্ধাদের উৎসাহিত করেন। এই কবিতাগুলোর ভেতরে ছিল বিখ্যাত “Schwertlied" (“তরবারি সংগীত"), যা তার মৃত্যুর ঠিক আগে এক রণাঙ্গনে তিনি রচনা করেন।[১] এছাড়া তিনি লেখেন “Lützows wilde Jagd" ("লুটজাভের পাগলা পশ্চাদ্বধন"), যার প্রতিটাকে গান করে গেয়েছেন কার্ল মারিয়া ভন ওয়েবের এবং ফ্রানয শুলবার্ট। তাকে প্রায়ই জার্মানির তাইরতায়ুস (“Tyrtaeus”) বলে ডাকা হয়।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1.  "Körner, Karl Theodor"। কলিয়ার নিউ এনসাইক্লোপিডিয়া। ১৯২১। 
  2.  ব্রিটিশ বিশ্বকোষ (১১তম সংস্করণ)। ১৯১১। 

বহিঃসংযোগ[সম্পাদনা]