থাং-পো-ছে-কুন-দ্গা'-'বুম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

থাং-পো-ছে-কুন-দ্গা'-'বুম (ওয়াইলি: thang po che kun dga' 'bum) (১৩৩১-১৪০২) তিব্বতী বৌদ্ধধর্মের জো-নাং ধর্মসম্প্রদায়ের প্রতিষ্ঠাতা দোল-পো-পা-শেস-রাব-র্গ্যাল-ম্ত্শানের চৌদ্দজন প্রধান শিষ্যের একজন ছিলেন যিনি কালচক্র সম্বন্ধে পণ্ডিত ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

থাং-পো-ছে-কুন-দ্গা'-'বুম ১৩৩১ খ্রিষ্টাব্দে তিব্বতের গ্লিং অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি সাত বছর বয়সে গ্সাং-ফু (ওয়াইলি: gsang phu) বৌদ্ধবিহারে দীক্ষা নেন এবং বারো বছর বয়সে গুং-থাং-ছোস-খোর-গ্লিং (ওয়াইলি: gung thang chos 'khor gling) বৌদ্ধবিহারে চার বছর দোন-গ্রুব-দ্পাল (ওয়াইলি: don grub dpal) নামক পণ্ডিতের নিকট শিক্ষালাভ করেন। এরপর তিনি সা-স্ক্যা বৌদ্ধবিহারে 'জাম-দ্ব্যাংস-গ্রাগ্স-পা (ওয়াইলি: 'jam dbyangs grags pa) নামক পণ্ডিতের নিকট প্রজ্ঞাপারমিতা ও অভিধর্ম সম্বন্ধে এবং খা'উ মঠে য়ে-শেস-দ্পাল (ওয়াইলি: ye shes dpal) নামক পণ্ডিতের নিকট বজ্রপঞ্জরতন্ত্র, সম্পুততন্ত্র, হেবজ্র তন্ত্র, নারো পার ছয় যোগনিগুমার ছয় যোগ সম্বন্ধে অধ্যয়ন করেন। জো-নাং ধর্মসম্প্রদায়ের প্রতিষ্ঠাতা দোল-পো-পা-শেস-রাব-র্গ্যাল-ম্ত্শানের নিকট তিনি কালচক্র, বজ্রভৈরব সাধনপদ্ধতি, প্রজ্ঞাপারমিতা, অভিধর্ম এবং গুর-ব্র্তাগ-সাম-গ্সুম (ওয়াইলি: gur brtag sam gsum) এবং সেম্স-'গ্রেল-স্কোর-গ্সুম (ওয়াইলি: sems 'grel skor gsum) নামক দুইটি তিব্বতী পুঁথি সম্বন্ধে অধ্যয়ন করেন। আটচল্লিশ বছর বয়সে তিনি র্তা-নাগ (ওয়াইলি: rta nag) বৌদ্ধবিহারের প্রধান নির্বাচিত হন এবং ছয় বছর ঐ বিহারে বিমলপ্রভা টীকাভাষ্য সম্বন্ধে শিক্ষাদান করেন। পঞ্চান্ন বছর বয়সে তিনি ইয়ার্লুং উপত্যকায় এক বিহারের প্রধান নির্বাচিত হন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Stearns, Cyrus (আগস্ট ২০০৮)। "Tangpoche Kunga Bum"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-১১