থরের হাতুড়ি (কীর্তিস্তম্ভ)

স্থানাঙ্ক: ৬০°০′১৪″ উত্তর ৭০°২৬′১০″ পশ্চিম / ৬০.০০৩৮৯° উত্তর ৭০.৪৩৬১১° পশ্চিম / 60.00389; -70.43611
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
থরের হাতুড়ি (কীর্তিস্তম্ভ)
একটি সিলিউট চিত্রে স্তম্ভটির আনুমানিক আকার ও আকৃতি দেখানো হয়েছে।

থরের হাতুড়ি ৩.৩ মিটার (১০.৮ ফুট) লম্বা পাথর দিয়ে সজ্জিত, ইংরেজি ভাষার বর্ণ 'T' আকৃতির, মানব নির্মিত কীর্তিস্তম্ব। স্তম্ভটি কানাডার কুইবেক প্রদেশের আনগাভা উপদ্বীপে আরনাউড নদীর তীরে অবস্থিত। ১৯৬৪ সালে প্রত্নবিদ থমাস ই. লি এই স্তম্ভটি আবিষ্কার করেন। তিনি ধারণা করেন, স্তম্ভটি ভাইকিংদের তৈরী।[১] তিনি স্তম্ভটিকে নর্স পুরাণের হাতুড়ি ধারী দেবতা থরের প্রসঙ্গ অনুযায়ী 'থরের হাতুড়ি' নাম দেন।

বর্ণনা[সম্পাদনা]

থরের হাতুড়ি তিনটি মূল পাথরের সমন্বয়ে সজ্জিত- উলম্ব মূল ভিত্তি প্রস্তর, উলম্ব পাথরের আড়াআড়ি ভাবে স্থাপিত প্রস্তর এবং শীর্ষ প্রস্তর। দন্ডায়মান মূল ভিত্তি পাথরটি উচ্চতায় ৮ ফুট (২.৪৪ মিটার) লম্বা। আড়াআড়ি ভাবে রাখা পাথরটির দৈর্ঘ্য ৪.৫ ফুট (১.৩৭ মিটার) এবং শীর্ষ প্রস্তরটির দৈর্ঘ্য ১৪ ইঞ্চি (৩৫.৫৬ সেমি)[২] সম্পূর্ণ স্তম্ভটি উচ্চতায় ৩.৩ মিটার (১০.৮ ফুট)[৩] এবং আনুমানিক ওজন প্রায় ৪,০০০ পাউন্ড (১,৮০০ কেজি).[২]

কীর্তিস্তম্ভটি কুইবেকের আনগাভা উপদ্বীপে, পাইন উপসাগরের তীর হতে হতে ১৫ মাইল (২৪.১ কিলোমিটার) মূল ভূখন্ডে আনগাভা সাগরের পশ্চিম তীরের নিকটে আরনাউড নদীর উত্তর তীরে অবস্থিত।[৪][২][৫][৬][৭]

আবিষ্কার[সম্পাদনা]

১৯৬৪ সালে প্রত্নবিদ থমাস ই. লি আনগাভা উপদ্বীপে নৃ-তাত্বিক অভিযান পরিচালনার সময় এই কীর্তিস্তম্ভটি আবিষ্কার করেন। বহু বছর ধরে স্তম্ভটি আরনাউড নদীর তীরে দন্ডায়মান, স্থানীয় আদিবাসীরা এর নির্মাণ সাল সম্পর্কে অজ্ঞাত ছিল। ইনুইট ঐতিহ্য অনুসারে, ঐ অঞ্চলে ইনুইট আদবাসীদের আগমনের বহু আগে থেকে এই স্তম্ভটি ছিল। থমাস লি স্তম্ভটিতে ইউরোপীয় প্রভাব লক্ষ্য করেন এবং ধারণা করেন আনগাভা অঞ্চলে প্রায় হাজার বছর আগে নর্স বা ভাইকিংদের বসবাস ছিল। থমাস লি স্থম্ভটিকে 'উলম্বভাবে দাঁড়ানো হাতুড়ি' কল্পনা করতেন এবং ভাইকিংদের সম্পর্কযুক্ত 'থরের হাতুড়ি' নামকরণ করেন।[২]

আরো দেখুন[সম্পাদনা]

তত্থ্যসূত্র[সম্পাদনা]

  1. Lee, Thomas E. (১৯৭১)। Archaeological investigations of a longhouse, Pamiok Island, Ungava, 1970। Centre d'études nordiques de l'Université Laval। 
  2. Colombo 1988: pp. 117–118.
  3. de Figueiredo 2005: p. 136.
  4. Peake, Michael (Spring ২০০৪)। "A Thor Point in Ungava"Che-Mun। Ottertooth.com (116): 1। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৬, ২০০৯ 
  5. Lester Kovac/Lynette Chubb: Vachon River 2010
  6. Colombo, John Robert (১৯৮৮)। Mysterious Canada: Strange Sights, Extraordinary Events, and Peculiar PlacesDoubleday Canadaআইএসবিএন 0-385-25150-5 
  7. de Figueiredo, Dan (২০০৬)। Weird Canada: Strange, Wacky, Bizarre & Absurd। Blue Bike Books। আইএসবিএন 1-897278-04-7