ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতাদের তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা
দায়িত্ব
অনিমেষ দেববর্মা

২৪ মার্চ ২০২৩ থেকে
সম্বোধনরীতিমাননীয়
মনোনয়নদাতাত্রিপুরা বিধানসভার আনুষ্ঠানিক বিরোধী দলের সদস্য
নিয়োগকর্তাবিধানসভার অধ্যক্ষ
মেয়াদকালপাঁচ বছর
কোন পুনর্নবীকরণযোগ্য সীমা নেই
সর্বপ্রথমঅঘোর দেববর্মা
গঠন১ জুলাই ১৯৬৩; ৬০ বছর, ২৯৪ দিন পূর্বে
ডেপুটিবৃষকেতু দেববর্মা

ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা হলেন একজন নির্বাচিত আইনসভার সদস্য যিনি ত্রিপুরা বিধানসভায় আনুষ্ঠানিক বিরোধী দলের নেতৃত্ব দেন। আনুষ্ঠানিক বিরোধী দল ত্রিপুরা বিধানসভায় ত্রিপুরা বিধানসভায় দ্বিতীয় বৃহত্তম সংখ্যক আসন লাভকারী রাজনৈতিক দলকে মনোনীত করতে ব্যবহৃত একটি শব্দ। আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার জন্য, দলটির অবশ্যই বিধানসভার মোট সদস্য সংখ্যার কমপক্ষে ১০% থাকতে হবে। ১৯৬৩ সাল থেকে, ত্রিপুরা বিধানসভায় ১২ জন বিরোধী দলনেতা রয়েছেন।

ভূমিকা[সম্পাদনা]

বিরোধী দলের প্রধান ভূমিকা হল বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করা এবং জনগণের কাছে তাদের জবাবদিহি করা। দেশের জনগণের স্বার্থ রক্ষায় বিরোধী দলও সমানভাবে দায়ী।[১] তাদের নিশ্চিত করতে হবে যে সরকার এমন কোনো পদক্ষেপ না নেয়, যা রাষ্ট্রের জনগণের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।[২] ক্ষমতাসীন দলের এমন পদক্ষেপ রয়েছে যা জনগণের জন্য উপকারী হতে পারে এবং বিরোধীরা এই ধরনের পদক্ষেপগুলিকে সমর্থন করবে বলে আশা করা হচ্ছে।[৩]

বিরোধী দলনেতাদের তালিকা[সম্পাদনা]

নং. প্রতিকৃতি নাম নির্বাচনী এলাকা পদের মেয়াদ[৪] বিধানসভা
(নির্বাচন)
নিয়োগকর্তা রাজনৈতিক দল
দায়িত্ব গ্রহণ পদত্যাগ কার্যকাল
অঘোর দেববর্মা ১ জুলাই ১৯৬৩ ডিসেম্বর ১৯৬৩ ১৫৮ দিন প্রথম উপেন্দ্র কুমার রায় ভারতের কমিউনিস্ট পার্টি
নৃপেন্দ্র চক্রবর্তী ১৯৬৪ ১৯৬৭ ৩ বছরেরও বেশি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
বিদ্যা দেববর্মা কল্যাণপুর ১৯৬৭ ১৯৭১ ৪ বছরেরও বেশি দ্বিতীয়
(১৯৬৭ নির্বাচন)
মণীন্দ্র লাল ভৌমিক
 – খালি

(রাষ্ট্রপতি শাসন)
N/A ১ নভেম্বর ১৯৭১ ২০ মার্চ ১৯৭২ ১৪০ দিন  –  – N/A
(২) নৃপেন্দ্র চক্রবর্তী আশারামবাড়ি ২৯ মার্চ ১৯৭২ ৩১ মার্চ ১৯৭৭ ৫ বছর, ২ দিন তৃতীয়
(১৯৭২ নির্বাচন)
মণীন্দ্র লাল ভৌমিক ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
মুনসুর আলী বক্সনগর এপ্রিল ১৯৭৭ ৪ নভেম্বর ১৯৭৭ ২১৭ দিন ভারতীয় জাতীয় কংগ্রেস
 – খালি

(রাষ্ট্রপতি শাসন)
N/A ৫ নভেম্বর ১৯৭৭ ৫ জানুয়ারী ১৯৭৮ ৬১ দিন  –  – N/A
দ্রাও কুমার রেয়াং শান্তিরবাজার ২৪ জানুয়ারী ১৯৭৮ ৬ জানুয়ারী ১৯৮৩ ৪ বছর, ৩৪৭ দিন চতুর্থ
(১৯৭৭ নির্বাচন)
সুধন্য দেববর্মা ত্রিপুরা উপজাতি যুব সমিতি
অশোক কুমার ভট্টাচার্য টাউন বড়দোয়ালী ৯ ফেব্রুয়ারি ১৯৮৩ ৩১ আগস্ট ১৯৮৬ ৩ বছর, ২০৩ দিন পঞ্চম
(১৯৮৩ নির্বাচন)
অমরেন্দ্র শর্মা ভারতীয় জাতীয় কংগ্রেস
সুধীর রঞ্জন মজুমদার খয়েরপুর ১ সেপ্টেম্বর ১৯৮৬ ৪ ফেব্রুয়ারি ১৯৮৮ ১ বছর, ১৫৬ দিন
(২) নৃপেন্দ্র চক্রবর্তী প্রমোদেনগর ৭ ফেব্রুয়ারি ১৯৮৮ ১৮ ফেব্রুয়ারি ১৯৯২ ৪ বছর, ১১ দিন ষষ্ঠ
(১৯৮৮ নির্বাচন)
জ্যোতির্ময় নাথ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
দশরথ দেব রামচন্দ্রঘাট ১৯ ফেব্রুয়ারি ১৯৯২ ২৮ ফেব্রুয়ারি ১৯৯৩ ১ বছর, ৯ দিন
 – খালি

(রাষ্ট্রপতি শাসন)
N/A ১১ মার্চ ১৯৯৩ ১০ এপ্রিল ১৯৯৩ ৩০ দিন  –  – N/A
সমীর রঞ্জন বর্মন বিশালগড় ৮ মার্চ ১৯৯৪ ১০ মার্চ ১৯৯৮ ৪ বছর, ২ দিন সপ্তম
(১৯৯৩ নির্বাচন)
বিমল সিনহা ভারতীয় জাতীয় কংগ্রেস
২৯ জুলাই ১৯৯৮ ৬ ফেব্রুয়ারি ২০০০ ১ বছর, ১৯২ দিন অষ্টম
(১৯৯৮ নির্বাচন)
জিতেন্দ্র সরকার
১০ জওহর সাহা বীরগঞ্জ ৭ ফেব্রুয়ারি ২০০০ ২৮ ফেব্রুয়ারি ২০০৩ ৩ বছর, ২১ দিন
১১ রতনলাল নাথ মোহনপুর ২১ মার্চ ২০০৩ ৩ মার্চ ২০০৮ ৪ বছর, ৩৪৮ দিন নবম
(২০০৩ নির্বাচন)
রমেন্দ্র চন্দ্র দেবনাথ
১৭ মার্চ ২০০৮ ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ৪ বছর, ৩৪৮ দিন দশম
(২০০৮ নির্বাচন)
২৬ এপ্রিল ২০১৩ ৮ মার্চ ২০১৮ ৪ বছর, ৩১৬ দিন একাদশ
(২০১৩ নির্বাচন)
12 মানিক সরকার ধনপুর ১১ মার্চ ২০১৮ ১৩ মার্চ ২০২৩ ৫ বছর, ২ দিন দ্বাদশ
(২০১৮ নির্বাচন)
রেবতী মোহন দাস ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
১৩ অনিমেষ দেববর্মা আশারামবাড়ি ২৪ মার্চ ২০২৩ শায়িত্ব ১ বছর, ২৭ দিন ত্রয়োদশ
(২০২৩ নির্বাচন)
বিশ্ববন্ধু সেন তিপ্রা মোথা পার্টি

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Gehlot, N.S. (১৯৮৫)। "OPPOSITION IN INDIAN POLITICAL SYSTEM PROBLEM OF ROLE PERCEPTION": 330–352। আইএসএসএন 0019-5510। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৩ 
  2. Kumar, Sanjay। "Why India Needs an Opposition Leader"thediplomat.com। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৩ 
  3. "Role of Opposition in Parliament | India"। ২১ জুলাই ২০১৬। 
  4. "Introduction Tripura Legislative Assembly"। Tripura Legislative Assembly। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৩