ত্রিপুরা উপজাতি অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদ নির্বাচন, ২০০৫

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ত্রিপুরা উপজাতি অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদ নির্বাচন, ২০০৫

← ২০০০ ৫ মার্চ ২০০৫ ২০১০ →

ত্রিপুরা উপজাতি অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদ-এর ৩০টি আসনের মধ্যে ২৮টি
  প্রথম দল দ্বিতীয় দল তৃতীয় দল
 
দল সিপিআই(এম) টুইপ্রার আদিবাসী জাতীয়তাবাদী দল কংগ্রেস
জোট বামফ্রন্ট
আসন লাভ ২৮
আসন পরিবর্তন - -
জনপ্রিয় ভোট ২,৯৬,৮৬৫ ৫৪,৭৬৯ ৫২,৬১৭

নির্বাচনের পূর্বে প্রধান নির্বাহী সদস্য


আইপিএফটি

নির্বাচিত প্রধান নির্বাহী সদস্য

রঞ্জিত দেববর্মা
সিপিআই(এম)

ত্রিপুরা উপজাতি অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) নির্বাচন ৫ মার্চ ২০০৫-এ অনুষ্ঠিত হয়েছিল[১]

নির্বাচনের ফলাফল ছিল বামফ্রন্টের ভূমিধস বিজয়। বামফ্রন্ট, ৭১.৬৩% ভোট দিয়ে, নির্বাচনের জন্য যে ২৮টি আসন ছিল সবকটি জিতেছে।[১] ২১টি আসন ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী), ৪টি আসন এনএসপিটি, একটি আসন ভারতের কমিউনিস্ট পার্টি, একটি আসন আরএসপি এবং একটি আসন অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের কাছে গেছে।[১]

টুইপ্রার আদিবাসী জাতীয়তাবাদী দল ছিল ১৩.২২% ভোট শেয়ার নিয়ে দ্বিতীয় বৃহত্তম দল এবং ভারতীয় জাতীয় কংগ্রেস ১২.৭০% ভোট নিয়ে নির্বাচনে তৃতীয় বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হয়।

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Historic Victory Of The Left Front"People's Democracy। ২০ মার্চ ২০০৫। ২৪ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা।