তৈছামা ঝর্ণা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তৈছামা ঝর্ণা(English: Twisama Jhorna) বাংলাদেশের খাগড়াছড়ি জেলার দীঘিনালার অবস্থিত। এটি খাগড়াছড়ি জেলার নতুন ঝর্ণাগুলোর মাঝে একটি, ঝর্ণাটি অনেক দুর্গম এলাকায় অবস্থিত।[১][২]


অবস্থান[সম্পাদনা]

এটি পার্বত্য খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বিষ্ণু কাবারি ত্রিপুরা পাড়ায় অবস্থিত।[৩]এই ঝর্ণায় পৌঁছানোর জন্য খাগড়াছড়ি সদর থেকে সিএনজি অথবা মাহেন্দ্রা করে দীঘিনালা বাজার নামতে হবে এবং দীঘিনালা বাজার থেকে মেরুং ইউনিয়নের বিষ্ণু কাবারিপাড়ায় যেতে হবে | তৈছামা ঝর্ণা পৌঁছাতে সময় লাগে প্রায় ১ ঘন্টা এবং এই ঝর্ণায় পৌঁছাতে পাড়ি দিতে হবে অনেক দুর্গম পথ। পাড়ি দেয়ার সময় ছোট বড় পাহাড়, জুম ক্ষেত এবং পাথরের রাস্তা পরবে। [৪][৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "খাগড়াছড়িতে দুই ঝর্ণার মোহনা দেখতে দর্শনার্থীদের ভিড়"। যুগান্তর। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০২৩ 
  2. "দুই ঝরনার মিলন দেখবেন যেখানে"। জাগো নিউজ ২৪। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০২৩ 
  3. "দুই ঝরনা মিলেছে যেখানে"। আজকের পত্রিকা। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০২৩ 
  4. "পর্যটনের নতুন সম্ভাবনা দুই ঝরনা তৈছামা"। সাম্প্রতিক দেশকাল। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০২৩ 
  5. "দুই ঝর্ণার মোহনা দেখতে খাগড়াছড়িতে দর্শনার্থীদের ভিড়"। শেরপুর টাইমস। ২৫ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০২৩