তেলাপোকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তেলাপোকা
সময়গত পরিসীমা: ক্রিটেশিয়াস–বর্তমান
Blaberus giganteus
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণী
পর্ব: সন্ধিপদী
শ্রেণী: পতঙ্গ
উপশ্রেণী: Pterygota
অধঃশ্রেণী: Neoptera
মহাবর্গ: Dictyoptera
বর্গ: Blattodea or Blattaria
Families

Blaberidae
Blattellidae
Blattidae
Cryptocercidae
Polyphagidae
Nocticolidae

কয়েক রকম তেলাপোকা

তেলাপোকা বা আরশোলা হল আর্থোপ্রোডা পর্বের পোকা, যাতে উই পোকারাও আছে। মানুষের বাসস্থানের সাথে সম্পর্কিত আছে এমন তেলাপোকার প্রজাতি রয়েছে ৪৬০০ প্রজাতির মধ্যে প্রায় ৩০টি। তেলাপোকা এক ধরনের অমেরুদণ্ড প্রাণী। আমাদের ঘরে, ঘরের আশপাশে কিংবা বন-জঙ্গলে এদের অবাধ বিচরণ দেখা যায়। পৃথিবীতে প্রায় ৪ হাজার ৬০০ প্রজাতির তেলাপোকা থাকলেও মাত্র ৩০ প্রজাতি মানুষের আশপাশে ঘরবাড়িতে থাকে এবং এদের মধ্যে মাত্র ৪ প্রজাতি প্রধানত মানুষের জন্য ক্ষতিকর। তেলাপোকা যে কোনো জায়গায় খুবই সহজে অভিযোজিত হতে পারে। এমনকি বেশিরভাগ প্রাণীর মাথা কেটে ফেলার পরপরই মারা গেলেও তেলাপোকা সপ্তাহখানেক বেঁচে থাকতে পারে। মানুষের শ্বাস-প্রশ্বাস থেকে শুরু করে খাদ্যগ্রহণ কিংবা রক্তচাপ সবকিছু মাথা দিয়ে নিয়ন্ত্রিত হলেও তেলাপোকার ক্ষেত্রে ভিন্ন। তেলাপোকার খাদ্যাভ্যাস কিংবা রক্তচাপ শুধু মাথার সঙ্গে সংযুক্ত নয়। এমনকি হৃদযন্ত্রও মাথা দিয়ে নিয়ন্ত্রিত হয় না। তাই মাথা কাটার পরও এক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকে। তবে মাথা কেটে গেলে সেখানে পিঁপড়া, ভাইরাস, ব্যাকটেরিয়া কিংবা অন্য কোনো তেলাপোকার আক্রমণে মাথাকাটা তেলাপোকা মৃত্যুমুখে পতিত হয়। [১][২] প্রায় চারটি প্রজাতিকে ক্ষতিকর হিসেবে ধরা হয়।

তেলাপোকা এক ধরনের ক্ষতিকর পোকা।[৩] যাবতীয় ময়লা আবর্জনা ও অন্ধকারে বাস, এর পূর্বপুরুষরা ৩০০ মিলিয়ন বছর পূর্বে বসবাস করতো।[৪]

তেলাপোকারা বহু পুরনো দলভুক্ত পোকা, এদের প্রায় ৩২০ মিলিয়ন বছর পুরনো কার্বনিফেরাস যুগেও পাওয়া গিয়েছিল। তেলাপোকার পূর্বপুরুষদের মধ্যে বর্তমান তেলাপোকায় বিদ্যমান অভ্যন্তরিন ovipositor ছিল না। তেলাপোকা হল কিছু অংশে সাধারণ পোকার মতই যাদের বিশেষ চোষ্য মুখাংশ (এফিড বা অন্য সত্যিকার পোকার যেমন থাকে) নেই; বরং তাদের আছে চর্বন মুখাংশ যা প্রাচীন নিওপ্টিরান পোকার মত। এদের যততত্র দেখা যায় এবং তারা খুব কঠিন ধরনের পোকা। এরা যে কোন পরিবেশে টিকতে পারে যেমন মেরু অঞ্চলের ঠান্ডা থেকে শুরু করে ট্রপিকালের তীব্র উষ্ণ পরিবেশ। উষ্ণ অঞ্চলের তেলাপোকারা নাতিশীতোষ্ণ অঞ্চলের চেয়ে আকারে বড় হয়।

তেলাপোকার সব থেকে পরিচিত প্রজাতি হল Periplaneta americana[৫], যেটি প্রায় ৪ সে.মি. লম্বা, জার্মান তেলাপোকা, Blattella germanica প্রায় ১.৫ সেণ্টিমিটার লম্বা, এশিয়ান তেলাপোকাও দেড় সেমি লম্বা। বিলুপ্ত তেলাপোকা Carboniferous Archimylacris ও Permian Apthoroblattina এর থেকে কয়েকগুণ বড় ছিল।[৬] তেলাপোকাকে তাদের বিরক্তিকর স্বভাবের জন্য পেস্ট/ক্ষতিকর হিসেবে গণ্য করা হয়।

কিছু প্রজাতি যেমন জার্মান গ্রেগারিয়াস তেলাপোকার বিস্তৃত সামাজিক গঠন রয়েছে যার মধ্যে রয়েছে একই বাসস্থান ব্যবহার, সামাজিক নির্ভরতা, তথ্য স্থানান্তর এবং আত্মীয় চিনতে পারা ইত্যাদি। মানব সংস্কৃতিতে তেলাপোকার অস্তিত্ব অনেক পুরনো। সারা পৃথিবীতে তাদেরকে নোংরা ক্ষতিকর প্রাণী হিসেবে দেখা হয়, যদিও বেশিরভাগ প্রজাতিই অহিংস এবং সারা পৃথিবীর বিভিন্ন পরিবেশে এদের বাস করতে দেখা যায়। দক্ষিণ আমেরিকার ইকুয়্যাদর দেশে আরশোলা বা তেলাপোকা কে দিয়ে দৌড়বাজি করানো হয়, এবং এটি এক ধরনের মনোরঞ্জক খেলা, native American দের জন্য। এর জন্য ইকুয়াদর্ কে Arthoproda দের স্বর্গরাজ্য বলে।

গঠন[সম্পাদনা]

তেলাপোকার দেহ অনেকটা মাকু আকৃতির। ব্লাটিডি

শ্রেণীকরণ এবং বিকাশ[সম্পাদনা]

ঊনবিংশ শতাব্দিতে একটি ধারনার কারণে বিজ্ঞানীরা মনে করেছিলেন যে তেলাপোকা প্রাচীন পোকার একটি দল থেকে উৎপন্ন হয়েছে যাদের ডেভোনিয়ান উৎপত্তি রয়েছে।[৭] ঐ সময়ে বাস করা তেলাপোকাগুলো বর্তমানগুলো থেকে ভিন্ন আকৃতির ছিল, কারণ তাদের লম্বা বহিঃ ওভিপোসিটর ছিল এবং তারা মেনটিস ও ব্লাটোডিয়ানের পূর্বপুরুষ ছিল। যেহেতু শরীর, পেছনের পাখনা এবং মুখাংশগুলো ফসিলরূপে বিভিন্ন সময়ের পাওয়া যায় নি তাই, যে ফসিগুলো পাওয়া গিয়েছিল তার সাথে আধুনিক তেলাপোকার সম্পর্ক বোঝা যায় নি বা বিষয়টি তখন বিতর্কিত ছিল। আধুনিক তেলাপোকা যাদের অভ্যন্তরিন ওভিপোজিটর রয়েছে তাদের ক্রেটাসিয়াস যুগের প্রথম দিক হতে দেখা যায়। সাম্প্রতিক একটি ফাইলোজেনেটিক বিশ্লেষনে দেখা যায় যে তেলাপোকারা কমপক্ষে জুরাসিক যুগ থেকে টিকে আছে।[৭]

বাল্টিক এ্যাম্বারে ৪০-৫০ মিলিয়ন বছর (ইয়োসিন যুগের) পুরনো তেলাপোকা

বসবাস এবং বন্টন[সম্পাদনা]

সারা বিশ্বেই এদের খুজে পাওয়া যায় এবং তারা সকল পরিবেশেই বেচে থাকে বিশেষ করে উষ্ণ পরিবেশে।[৮] এরা অত্যন্ত ঠান্ডা পরিবেশেও বেচে থাকতে পারে, যার ফলে এদের আর্কটিক অঞ্চলেও দেখা যায়। কিছু প্রজাতি আবার −১৮৮ °F (−১২২ °C) বেচে থাকতে পারে। এত নিম্ন তাপমাত্রায় বাচার জন্য তারা গ্লাইসিরল দিয়ে নিজেদের তৈরি করে।[৯] উত্তর আমেরিকায় ৫০ প্রজাতির তেলাপোকা রয়েছে যাদের আবার ৫টি পরিবারে ভাগ করা হয়েছে যাদের পুরো মহাদেশে পাওয়া যায়।[৮] অস্ট্রেলিয়া ৪৫০ প্রজাতি রয়েছে।[১০] শুধুমাত্র বড় চারটি প্রজাতিকেই ক্ষতিকর হিসেবে গন্য করা হয়।

এরা অনেক জায়গায় বাস করে গাছের পাতায়, সবজির পাকানো কান্ডে, পচা কাঠে, কুদার গর্তে, বাকলের নিচে, কাঠের স্তুপের নিচে এবং ধ্বংসাবশেষে। কিছু প্রজাতি আবার শুষ্ক পরিবেশে বাস করে এবং জল ছাড়া বাচার পদ্ধতি অভিযোজন করে নিয়েছে। অন্যগুলো জলজ, জলের উৎস আছে এমন জায়গার কিনারে বাস করে। জলজ তেলাপোকারা খাদ্যের জন্য পানির উপরিভাগ ভেদ করে তাদের শরীরের অগ্রভাগ দিয়ে যা চোষক হিসেবে কাজ করে, কিন্তু কিছু আবার তাদের থোরাসিক ঢালের নিচে বাতাস ধরে রেখে ডুব দেয়। অন্যগুলো বনের শামিয়ানায় বাস করে সম্ভবত তারাই সেখানে বসবাস করে এমন অমেরুদন্ডি প্রাণী। তারা দিনের বেলা ফোকরে, মরা পাতার নিচে, পাখি বা কীটের বাসা বা পরাশ্রয়ী উদ্ভিদে লুকিয়ে থাকে, রাতে খাদ্যের সন্ধানে বের হয়।[১১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Beccaloni, G. W. (২০১৪)। "Cockroach Species File Online. Version 5.0" 
  2. "Blattodea (Cockroaches & Termites)"। CSIRO Entomology। ২১ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৫ 
  3. "Are Cockroaches Dangerous? What to Know"Healthline (ইংরেজি ভাষায়)। ২০২০-০১-২৭। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০৩ 
  4. "Cockroach ancestor that lived 300 million years ago ‘revealed’"The Hindu (ইংরেজি ভাষায়)। ২০১০-০৪-১৪। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০৩ 
  5. https://entnemdept.ufl.edu/creatures/urban/roaches/american_cockroach.htm  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  6. https://www.mindat.org/taxon-4711413.html  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  7. Legendre, F.; Nel, A.; Svenson, G. J.; Robillard, T.; Pellens, R.; Grandcolas, P. (২০১৫)। "Phylogeny of Dictyoptera: Dating the Origin of Cockroaches, Praying Mantises and Termites with Molecular Data and Controlled Fossil Evidence"PLoS ONE10 (7): e0130127। ডিওআই:10.1371/journal.pone.0130127পিএমআইডি 26200914পিএমসি 4511787অবাধে প্রবেশযোগ্য 
  8. Meyer, J.। "Blattodea"General Entomology। University of North Carolina। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৫ 
  9. Mohs, K.; McGee, I. (২০০৭)। Animal planet: the most extreme bugs (1st সংস্করণ)। John Wiley & Sons। পৃষ্ঠা 35আইএসবিএন 978-0-7879-8663-6 
  10. "Cockroaches: Order Blattodea"। Australian Museum। জানুয়ারি ১৩, ২০১২। সংগ্রহের তারিখ নভেম্বর ১০, ২০১৫ 
  11. Bell, William J.; Roth, Louis M.; Nalepa, Christine A. (২০০৭)। Cockroaches: Ecology, Behavior, and Natural History। JHU Press। পৃষ্ঠা 55–58। আইএসবিএন 978-0-8018-8616-4