তু যে সেই
অবয়ব
তু যে সেই | |
---|---|
পরিচালক | অশোক পতি |
প্রযোজক | সিতারাম অগরওয়াল |
রচয়িতা | (সংলাপ): রণজিত পট্টনায়ক |
চিত্রনাট্যকার | অশোক পতি |
সুরকার | বিকাশ দাস |
চিত্রগ্রাহক | সিতাংশু মহাপাত্র |
পরিবেশক | স্বার্থক প্রোডাকশন |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | ওড়িয়া[১] |
তু যে সেই ২০১৬ সালে মুক্তি পাওয়া ওড়িয়া ভাষার চলচ্চিত্র। চলচ্চিত্রটির পরিচালক ও চিত্রনাট্যকার অশোক পতি এবং সংলাপ রচয়িতা রণজিত পট্টনায়ক। ছবিটির প্রযোজক সিতারাম আগরওয়াল এবং পরিবেশক স্বার্থক প্রোডাকশন লিমিটেড।[১][২]
অভিনয়ে
[সম্পাদনা]- বাবুশান
- মিহির দাস
- রিয়া দে
- প্রজ্ঞা খটুয়া
- হরিহর মহাপাত্র
- দেবাশীষ পাত্র
- শীতল পাত্র
- ত্রুপ্তি সিন্হা প্রমুখ[১]