তিস্তা নিম্ন বাঁধ-৪ জলবিদ্যুৎ কেন্দ্র

স্থানাঙ্ক: ২৬°৫৬′০২″ উত্তর ৮৮°২৬′৪৯″ পূর্ব / ২৬.৯৩৩৯৩৫৪° উত্তর ৮৮.৪৪৭০০২১° পূর্ব / 26.9339354; 88.4470021
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তিস্তা নিম্ন বাঁধ– চতুর্থ
তিস্তা নিম্ন বাঁধ-৪ জলবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
তিস্তা নিম্ন বাঁধ-৪ জলবিদ্যুৎ কেন্দ্র
তিস্তা নিম্ন বাঁধ– চতুর্থ অবস্থানের পশ্চিমবঙ্গ
তিস্তা নিম্ন বাঁধ-৪ জলবিদ্যুৎ কেন্দ্র ভারত-এ অবস্থিত
তিস্তা নিম্ন বাঁধ-৪ জলবিদ্যুৎ কেন্দ্র
তিস্তা নিম্ন বাঁধ– চতুর্থ অবস্থানের পশ্চিমবঙ্গ
আনুষ্ঠানিক নামতিস্তা নিম্ন বাঁধ – চতুর্থ জলবিদ্যুৎ কেন্দ্র
দেশভারত
অবস্থানকালিম্পং জেলা, পশ্চিমবঙ্গ
স্থানাঙ্ক২৬°৫৬′০২″ উত্তর ৮৮°২৬′৪৯″ পূর্ব / ২৬.৯৩৩৯৩৫৪° উত্তর ৮৮.৪৪৭০০২১° পূর্ব / 26.9339354; 88.4470021
উদ্দেশ্যPower
অবস্থাপরিচালনাগত
উদ্বোধনের তারিখ২০১৬
মালিকএনটিপিসি
বাঁধ এবং অতিরিক্ত জলনির্গমপথ
আবদ্ধতাতিস্তা নদী
উচ্চতা৫৪ মি (১৭৭ ফু)
দৈর্ঘ্য৫৩০ মি (১,৭৩৯ ফু)
জলাধার
পৃষ্ঠতলের আয়তন৫৮৮ মি (০ একর)
সাধারণ উচ্চতা১,৮১০ মি (৫,৯৩৮ ফু)
পাওয়ার স্টেশন
সম্পাদনের তারিখ২০১৬
ধরননদীর চলমান প্রবাহ জলবিদ্যুৎ
জলবাহী মাথা২৫.০৫ মি (৮২ ফু) (gross)
ঘূর্ণযন্ত্র৪ টি
বার্ষিক উৎপাদন৭২০ মিলিয়ন ইউনিট

তিস্তা নিম্ন বাঁধ – চতুর্থ জলবিদ্যুৎ কেন্দ্র[১] তিস্তা নদীতে নির্মিত একটি নদীর-চলমান-প্রবাহ জলবিদ্যুৎ কেন্দ্র। এটি পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় তিস্তা নদী কালিঝোড়া নদীর সঙ্গমের প্রায় ৩৫০ মিটার উজানে এবং তিস্তা বাজার গ্রামের নিকটবর্তী তিস্তা সেতুর ১৮.৩ কিলোমিটার ভাটিতে অবস্থিত। প্রকল্পটিতে ৪৫ মিটার উঁচু বাঁধের সমন্বয়ে ৪৫ মিটার দৈর্ঘ্যের ৪ টি পেনস্টক এবং ৭ মিটার ব্যাসের সমন্বিত। ৪০ মেগাওয়াট ক্ষমতার ৪ টি ইউনিটের মিলিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১৬০ মেগাওয়াট। ইনস্টল ক্ষমতা'সহ পৃষ্ঠতলের বিদ্যুৎ ঘরটি ২৫.০৫ মিটার নেট রেটেড হেডের অধীনে পরিচালিত হয় এবং ৯০% মেশিনের প্রাপ্যতা'সহ ৯০% নির্ভরযোগ্য বছরে ৭২০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদনের করার জন্য নকাশা করা হয় বিদ্যুৎ কেন্দ্রটি। ইউনিট ১, ২, ৩ এবং ৪ যথাক্রমে ২০১৬ সালের ফেব্রুয়ারি, মার্চ, জুলাই এবং আগস্ট মাসে চালু করা হয়। পশ্চিমবঙ্গ রাজ্য এই বিদ্যুৎ কেন্দ্রের একমাত্র উপকারভোগী। প্রকল্পটি নির্মাণের সাথে সাথে অঞ্চলটি অবকাঠামো, শিক্ষা, চিকিৎসা সুবিধা এবং কর্মসংস্থানের উন্নয়নের মাধ্যমে উপকৃত হবে।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]